বলিউডের অভিনেতা সাইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার প্রত্যক্ষদর্শী গৃহকর্মী পুলিশকে জানিয়েছেন অনুপ্রবেশকারী ‘এক কোটি রুপি’ দাবি করেছিলেন।
বৃহস্পতিবারে ভোর রাতের ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে বান্দ্রা থানা পুলিশকে সাইফ-কারিনার ছেলে জেহেরকে তত্ত্বাবধানকারী গৃহকর্মী বলেন, রাত ২টার দিকে অদ্ভুত শব্দ শুনতে পেয়ে তিনি জেহেরের কক্ষে যাওয়ার পর বাথরুম থেকে একজন লোককে জেহের এর বিছানার দিকে যেতে দেখেন।
তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারী একটি কাঠের জিনিস দিয়ে তাকে আঘাত করে। কী চায় এমন- অনুপ্রবেশকারীকে এমন প্রশ্ন করার পরে ওই গৃহকর্মীকে বলা হয়, ‘আমার অর্থ দরকার’। পরিমাণ জানতে চাইলে, আততায়ী উত্তর দেয়, ‘এক কোটি’।
হট্টগোল শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সাইফ আলি খান ও তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর। এরপর হামলাকারী একটি কাঠের বস্তু এবং একটি হেক্সা ব্লেড দিয়ে সাইফকে আক্রমণ করে। অভিনেতা তার পিঠ, ঘাড়, বাম হাত এবং তার শরীরের অন্যান্য অংশে আঘাত পেয়েছেন, যার ফলে অনেক রক্তপাত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সিসিটিভি ফুটেজে হামলাকারীকে ঘটনার পর সিঁড়ি দিয়ে পালিয়ে যেতে দেখা যায়। সাইফ আলি খানকে দ্রুত লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার অস্ত্রোপচার করা হয়। সার্জিক্যাল টিমের অংশ ছিলেন ডাক্তার নিতিন ডাঙ্গে।
তিনি বলেন, ছুরি মারার কারণে স্পাইনাল কর্ডে একটি বড় আঘাত পেয়েছেন সাইফ।
ছুরিটি অপসারণ করতে এবং মেরুদণ্ডের লিক হওয়া তরলটি মেরামতে অস্ত্রোপচার করা হয়েছে তার। সাইফ আলি খানের বাম হাত এবং ঘাড়ে দুটি অতিরিক্ত গভীর ক্ষত প্লাস্টিক সার্জারির চিকিৎসকদের একটি দল চিকিৎসা করেন।
বলিউডের এই নায়ক এখন শঙ্কামুক্ত বলেও চিকিৎসক নিতিশ জানান।
সঞ্জয় দত্ত, মালাইকা অরোরা, রণবীর কাপুর, আলিয়া ভাট, কারিনা কাপুর, সোহা আলি খান, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানসহ বলিউডের তারকাদের অনেকেই খবর শুনে হাসপাতালে সাইফ আলি খানকে দেখতে যান।