চোটে জর্জরিত ইউরোপিয়ান ফুটবল। ক্লাবে পাওয়া চোটে জাতীয় দল থেকে একের পর এক খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি ইনজুরি সমস্যায় সম্ভবত ইংল্যান্ড। দলটির ৮ খেলোয়াড় ছিটকে গেছেন নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতি থেকে।
উয়েফা নেশনস লিগের দুটি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচ দুটি থেকে ছিটকে গেছেন বুকায়ো সাকা ও কোল পালমার। এছাড়া চোটের কারণে খেলতে পারছেন না ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, লেভি কলউইল, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, অ্যারন রামসডেল ও ডেকলান রাইস।
৮ খেলোয়াড় ছিটকে যাওয়ায় প্রথমবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। এছাড়া সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই খেলোয়াড় টিনো লিভ্রামেন্টো ও জেমস ট্রাফোর্ড। তাদের সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন জেরড বোয়েন ও জেরাড ব্রানথওয়েট।
আর্সেনালের সাকা চেলসির বিপক্ষে ম্যাচের সময় পায়ের চোটে পড়েছেন। স্টামফোর্ড ব্রিজে ড্র করা ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছাড়াতে বাধ্য হয়েছিলেন এই মিডফিল্ডার। সাকার ক্লাব সতীর্থ ডেকলান রাইস চেলসি ম্যাচে খেলেছেন। তবে ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পায়ের আঙুল ভেঙে গেছে তার। ম্যাচ শেষে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, দুজনের চোট “খুব একটা ভালো নয়”।
এদিকে লিভারপুলের আলেক্সান্ডার-আরনল্ড হ্যামিস্ট্রিং চোটে পড়েছেন। অ্যাস্টন ভিলার বিপক্ষে অলরেডদের জয়ের ম্যাচে আঘাত পান তিনি। ম্যাচ শেষে লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছিলেন, আলেক্সান্ডার-আরনল্ডের ইনজুরি খুব একটা ভালো বার্তা দিচ্ছে না। ইএসপিএন জানতে পেরেছে, চোট কাটিয়ে এই ফুলব্যাকের ফিরতে দুই মাস লাগতে পারে।
এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে ইংল্যাল্ড। উয়েফা নেশনস লিগের ম্যাচ দুটি দিয়ে ইংল্যান্ডের কোচিং অধ্যায় শেষ হচ্ছে লি কার্সির। এরপরই থ্রি লায়ন্সের কোচের পদে বসবেন টমাস টুখেল।