পর্দায় কিংবা পর্দার বাইরে বলিউডের অন্যতম আলোচিত জুটি সালমান খান এবং ঐশ্বরিয়া রাই। তাদের প্রেমের রসায়ন আজও চর্চার বিষয়।
সঞ্জয় লীলা বানসালির নির্দেশনায় ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময়ে ঐশ্বরিয়াকে নিয়ে সালমান খানের যে ‘অধিকারবোধ’ জন্মেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতিচারণ করেছেন ওই সিনেমার একজন অভিনেত্রী।
‘হাম দিল দি চুকে সনম’ সিনেমায় ঐশ্বরিয়ার মায়ের ভূমিকায় অভিনয় করেন প্রবীণ অভিনেত্রী স্মিতা জয়কর।
‘রাজশ্রী আনপ্লাগড’- নামের এক টক শো-তে স্মিতা জানান, গানের শুটিংয়ের ঐশ্বরিয়াকে স্পর্শের কারণে সালমান সরাসরি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে ঝগড়া করে বসেন।
স্মিতা বলেন, “আমি মনে করি, সঞ্জয় ঐশ্বরিয়াকে দৃশ্যটি বোঝাতে গিয়ে এভাবে স্পর্শ করেছিলেন, তখনই সালমান এগিয়ে এসে বলেন, ‘সঞ্জয় স্যার, আপনি ওনাকে কেন স্পর্শ করলেন? এটা করা উচিত নয়’।”
সালমান এবং ঐশ্বরিয়ার এই রসায়ন ছবির জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, তাদের বিচ্ছেদ পরে বানসালির অনেক প্রজেক্টে প্রভাব ফেলেছিল। শোনা যায়, বিচ্ছেদের পর ঐশ্বরিয়া সালমানের সঙ্গে আর কাজ করতে রাজি হননি।
অন্যদিকে, সালমান ২০০৭ সালে বানসালি পরিচালিত ‘সাওয়ারিয়া’-তে একটি অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০১৯ সালে সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘ইনশাল্লাহ’-তে সালমানের অভিনয় করার কথা থাকলেও সিনেমাটির ক্রিয়েটিভ বিষয় দুইজনের মতপার্থক্যের কারণে সেটি আর আলোর মুখ দেখেনি।