মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনার পর এবার নিরাপত্তা জোরদার করছেন বলিউড ভাইজান সালমান খান। ওই ঘটনা ঘটে যাওয়ার আট মাস পর, এবার বাড়ির জানালায় বুলেটপ্রুফ বসিয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিবিদ বাবা সিদ্দিকি খুন হয়েছেন গত বছর। ফলে নিরাপত্তায় আর ছাড় দিতে চাইছেন না সালমান।
বলিউড সুপারস্টার সালমান যে ব্যালকনি থেকে প্রায়ই সাক্ষাৎ করতেন ভক্তদের সাথে, সেই ব্যালকনিতেই বুলেটপ্রুফ কাচ বসিয়েছেন তিনি। আরও জানা গেছে, তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের চারপাশে ছোটখাটো কিছু পরিবর্তন করা হয়েছে। বিভিন্ন সূত্র বলছে বাড়ির চারপাশে হাই-টেক সরঞ্জাম এবং অত্যাধুনিক সিসিটিভি সিস্টেম স্থাপন করা হয়েছে। যাতে বাড়ির আশপাশে কোনো রহস্যজনক কার্যকলাপ সহজেই শনাক্ত করা যায়।
গত কয়েক বছরে বেশ কিছু হত্যার হুমকি পেয়েছেন সালমান খান। দিন দিন তা বাড়ছে। এমনকি তার বাবা সালিম খানের কাছেও গোপন চিরকুট পাঠানো হয়েছে। এছাড়াও ২০২৪ সালের এপ্রিল মাসে দুই বাইকার সালমানের বাড়ির দিকে তাক করে গুলি চালায়। তবে গুলিবর্ষণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ওই ঘটনার পর মুম্বাই পুলিশ অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়েছে।
ইতিমধ্যে হামলার ওই ঘটনার সাথে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই এর যোগসূত্রতা পেয়েছে ভারতীয় পুলিশ। এদিকে বিষ্ণই-এর ভাই আনমোল বাবা সিদ্দিকি হত্যার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন।