ডারবানে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সঞ্জু স্যামসন। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে একই কীর্তি গড়েন তিলক ভার্মা। আর জোহানেসবার্গে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন দুজনই। আর দুই ভারত ব্যাটারের তাণ্ডবে রেকর্ডের বন্যায় ভাসল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে মাত্র ১ উইকেট হারিয়ে ২৮৩ রান করে ভারত। স্যামসন ৫৬ বলে ৯ ছক্কা ও ৬ চারে করেন ১০৯ রান। তিলক ৪৭ বলে ১০ ছক্কা ও ৯ চারে করেন ১২০ রান। দুজনই ছিলেন অপরাজিত। জবাবে ১৮.২ ওভারে মাত্র ১৪৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকরা ম্যাচ হারে ১৩৫ রানে।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ে ভারত। নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়া এক ম্যাচে জোড়া ব্যাটারের সেঞ্চুরি করা প্রথম টেস্ট ক্রিকেটিং দল এবং এক সিরিজে চার সেঞ্চুরি করা দল হয়েছে ভারত।
সঞ্জু ও তিলকের ব্যাটে টি-টোয়েন্টিতে প্রথম দুইশো (২১০) রানের জুটি গড়েছে সফরকারীরা। পাশাপাশি এই ফরম্যাটে সবচেয়ে বেশি ২৩ জন আলাদা ব্যাটার ভারতের হয়ে সেঞ্চুরি করলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২টি সেঞ্চুরি আছে নিউজিল্যান্ডের।
এছাড়া দলগতভাবে টি-টোয়েন্টিতে তিনটি ২৫০-ছাড়ানো স্কোর করেছে একমাত্র ভারত।