Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারালেন সালমানপুত্র

সায়ান ফজলুর রহমান
সায়ান ফজলুর রহমান
[publishpress_authors_box]

ঋণখেলাপের দায়ে বেসরকারি আইএফআইসি ব্যাংকের পরিচালক পদে পুনঃনিয়োগ পাচ্ছেন না আহমেদ সায়ান ফজলুর রহমান। বাংলাদেশ ব্যাংক তার পুনঃনিয়োগের আবেদন নাকচ করে দিয়েছে।

গত রবিবার আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সায়ান ফজলুর রহমান ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে, যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা ছিলেন।

সালমান এফ রহমানকে নিউমার্কেট থানার একটি মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।

সায়ান রহমান এসেস ফ্যাশনস লিমিটেডের পরিচালক, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার বাবা। জনতা ব্যাংকের ঋণগ্রহিতা এই প্রতিষ্ঠানটি বর্তমানে খেলাপি হয়ে পড়েছে। বাবা-ছেলে দুজনই আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

ব্যাংকটির ওয়েবসাইট থেকে এরই মধ্যে সায়ান ফজলুর রহমানের নাম বাদ দেওয়া হয়েছে।

আইএফআইসি ব্যাংকে পাঠানো বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, “২০২৪ সালের ২৭ জুন ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় আহমেদ সায়ান ফজলুর রহমানকে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান এসেস ফ্যাশনস লিমিটেডের নামে খেলাপি ঋণ থাকায় ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তাকে ব্যাংকের পরিচালক হিসেবে পুনর্নিযুক্তির প্রস্তাব পুনর্বিবেচনার সুযোগ নেই। ব্যাংকের পরিচালক নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট হালনাগাদ ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) যথাযথভাবে যাচাই–বাছাই করে আবেদন প্রেরণের জন্য পরামর্শ দেওয়া হলো।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত