Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ দেবে কাউন্সিল, অধ্যাদেশ জারি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি : সকাল সন্ধ্যা
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এখন থেকে একটি স্থায়ী কাউন্সিলের মাধ্যমে হবে। সংবিধানের ৯৩ এর দফা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ-সংক্রান্ত অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাইপূর্বক প্রধান বিচারপতি কর্তৃক রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে প্রণীত এ অধ্যাদেশ।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে একটি স্থায়ী কাউন্সিল থাকবে উল্লেখ করে অধ্যাদেশে বলা হয়, এটি ‘সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে অভিহিত হবে। প্রধান বিচারপতি কাউন্সিলের চেয়ারপারসন হবেন।

সাত সদস্যের সমন্বয়ে এ কাউন্সিলের অন্যান্য সদস্যরা হলেন- আপিল বিভাগে কর্মরত বিচারকদের মধ্যে থেকে প্রবীণতম বিচারক; হাই কোর্ট বিভাগে (বিচার কর্মবিভাগ থেকে নিযুক্ত ব্যতিত) কর্মরত বিচারকদের মধ্যে থেকে কর্মে প্রবীণতম বিচারক; বিচার কর্মবিভাগ থেকে নিযুক্ত হাই কোর্ট বিভাগের কর্মে প্রবীণতম বিচারক; কাউন্সিলের চেয়ারপারসন কর্তৃক মনোনীত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক; অ্যাটর্নি জেনারেল এবং চেয়ারপারসন কর্তৃক মনোনীত একজন আইনের অধ্যাপক বা আইন বিশেষজ্ঞ কাউন্সিলের সদস্য হবেন।

এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদাধিকারবলে কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন; তিনি এবং তার দপ্তর কাউন্সিলের কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবেন।

তবে শর্ত থাকে যে, রেজিস্ট্রার জেনারেল নিজে বিচারক পদে প্রার্থী হলে সুপ্রিম কোর্টে রেজিস্ট্রিতে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে থেকে গ্রেডেশন তালিকা অনুযায়ী তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা কাউন্সিলের সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাদেশে বলা হয়, কাউন্সিল প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত ব্যক্তিকে বাছাইপূর্বক সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগের সুপারিশ প্রণয়ন করবে। সংবিধানের ৯৫ ও ৯৮ অনুচ্ছেদের অধীন সুপ্রিম কোর্টের বিচারক ও অতিরিক্ত বিচারক পদে নিয়োগ প্রদানের লক্ষে কাউন্সিল সংবিধানে বর্ণিত যোগ্যতার সম্পূরক হিসেবে বিবেচনা করবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত