বিপিএলে এবার রংপুর রাইডার্সে খেলবেন নাহিদ রানা। স্বাভাবিকভাবে এই তরুণকে কাছে পাবেন না চট্টগ্রাম কিংসের কোচ শন টেইট। বিপক্ষ দলে থেকে নাহিদকে সামলানোর পরিকল্পনা বলবেন চট্টগ্রামের ব্যাটারদের। তবে নাহিদকে নিয়ে মুখ খুলতে তো বাধা নেই।
চট্টগ্রামের প্রথম অনুশীলন শেষে নাহিদ রানার প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটেই জানালেন টেইট। নাহিদকে বাংলাদেশের মতো জায়গায় বিরল প্রতিভা বললেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার। পরামর্শ দিলেন নাহিদকে যত্ন করার।
চিটাগং কিংসের প্রথম অনুশীলন শেষে এই পেসার জানিয়েছেন, “পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের সময় টেলিভিশনে নাহিদকে প্রথম বোলিং করতে দেখেছিলাম। সত্যি বলতে, এর আগে আমি তার সম্পর্কে বেশি কিছু জানতাম না। তারপর থেকেই টিভিতে দেখছি। অনেকটা লম্বা এবং শক্তিশালী একজন।”
নাহিদকে বিরল প্রতিভা উল্লেখ করে টেইট জানিয়েছেন, “বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা খুবই রোমাঞ্চকর ব্যাপার। বিশেষ করে পেসারদের ক্ষেত্রে। বাংলাদেশের পেস বোলিং গভীরতা এত ছিল না। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করতে পারা একজনকে পাওয়া বিরল। খুব ভালোভাবে তার যত্ন নিতে হবে। বাংলাদেশের ক্রিকেটের জন্য সে দারুণ কিছু হবে।”
নাহিদকে ভালো ভাবেই যত্ন নিয়ে খেলাচ্ছে বিসিবি। পাকিস্তান সফরে দুই টেস্ট খেলার পর ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি করে ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নাহিদকে। ক্যারিবিয়ান সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাকা হলেও কোনো ম্যাচ খেলানো হয়নি ২২ বছর বয়সী পেসারকে।
সামনে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ। এই পেসারকে নিয়ে টেইট আরও জানান, “নাহিদের আশেপাশে যারা কাজ করে দায়িত্বটা তাদের উপর। তাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, নাহিদকেও নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তাকে নিজের শরীর সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। বাংলাদেশ ক্রিকেটের সঠিক ব্যক্তিদের সঠিক দিকনির্দেশনায় থাকলে আমি নিশ্চিত সে ভালো করবে।”
শরীফুল ইসলাম–খালেদ আহমেদের মতো বাংলাদেশ দলের পেসাররা আছেন টেইটের দলে। তাদের নিয়ে বাড়তি কাজ করার পরিকল্পনা জানালেন এই অস্ট্রেলিয়ান, ‘‘ভারসাম্যপূর্ণ কোচিং স্টাফ আছে আমাদের। খেলোয়াড়েরাও একজন আরেকজনের কাছে শিখতে পারে। যেমন শরিফুল এখন সিনিয়র ক্রিকেটার। অন্য ক্রিকেটাররা তার কাছে শিখতে পারে। পেসারদের নিয়ে বাড়তি কাজ করব আমিও।’’