Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে সার্চ কমিটি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়।
[publishpress_authors_box]

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগে চার সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়।

সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির সদস্যসচিব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব বদরে মুনির ফেরদৌস।

বাকি দুই সদস্য হলেন বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্য নজরুল হুদা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী।

সোমবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এই সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেবে সরকার। এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নতুন গভর্নর নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

গত ৫ আগস্ট তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

সরকারের পতনের পর একে একে পদত্যাগ করতে থাকেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা। অনেককে আন্দোলনের মুখে পদ ছাড়তে বাধ্যও করা হয়।

এরই মধ্যে গত শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ ছাড়েন আব্দুর রউফ তালুকদার। অবশ্য তিনি শেখ হাসিনার পদত্যাগের পরদিন থেকেই আর অফিসে যাননি।

এরই ধারাবাহিকতায় সোমবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান ও মো. খুরশীদ আলম। এদিন পদত্যাগ করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মো. মাসুদ বিশ্বাস ও বাংলাদেশ ব্যাংকের পলিসি অ্যাডভাইজার আবু ফরাহ মো. নাসের।

এর আগে গত ৭ আগস্ট ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমানকে জোর করে পদত্যাগ করানোর চেষ্টা হয়েছিল। তবে ওই পদত্যাগপত্রটি গৃহিত না হওয়ায় সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পত্র পাঠিয়ে পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত