Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

দুদকের চেয়ারম্যান-কমিশনার নিয়োগে সার্চ কমিটি

SS-DUDOK-ACC-Anti-Corruption-Commission-020424
[publishpress_authors_box]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে।

বাছাই কমিটির বাকি চার সদস্য হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব, বাংলাদেশ মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোমেন এবং সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

দুদক আইন-২০০৪ এর ৭ ধারা অনুযায়ী রবিবার রাষ্ট্রপতির আদেশ মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে কমিটির কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাছাই কমিটি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সুপারিশ দিতে উপস্থিত সদস্যদের অন্তত তিন জনের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুইজনের নামের তালিকা তৈরি করবেন। সেখান থেকে নিয়োগ দেওয়ার জন্য তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।

চার সদস্যের উপস্থিতিতে এ বাছাই কমিটির কোরাম গঠিত হবে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, অবিলম্বে এ প্রজ্ঞাপন কাযকর হবে। মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরাল হয়ে ওঠে।

এরপর থেকে ব্যাপক রদবদল দেখে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা। এরপর সেই ধাক্কা আসে দুদকেও।

গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও দুই কমিশনার মো. জহুরুল হক এবং মোছা. আছিয়া খাতুন একসঙ্গে পদত্যাগ করেন।

এরপরই মূলত শূন্য হয়ে পড়ে এ তিনটি পদ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত