Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ

ss-du-vc-meeting-27125
[publishpress_authors_box]

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকার সাতটি কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৪-২৫ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি করা হবে না।

সোমবার সাত কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভায় এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ‘সম্মানজনক পৃথকীকরণের’ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে যাওয়া সাত কলেজ হলো – ঢাকা কলেজ, ইডেন কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

বৈঠকে পৃথকীকরণ ছাড়া আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য। সেগুলো হলো :

১. সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্ত বদল করে এক বছর এগিয়ে এনে এ বছর থেকেই, অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

২. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২০২৪ সালের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের গঠন করা বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়;

৩. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসনসংখ্যা, ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয়ের গঠন করা বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নিবে;

৪. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নসহ ছয় দফা দাবি জানায় সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে মামুন আহমেদের পদত্যাগ বিষয়ে সাংবাদিকরা উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করলে তিনি কোনও উত্তর দেননি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার মধ্যরাতে ব্যাপক সংঘর্ষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার মধ্যরাতে ব্যাপক সংঘর্ষ হয়।

সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি পূরণে ৪ ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকিও দেয় তারা।

অধিভুক্তি বাতিলকে সাধুবাদ, ২৪ ঘণ্টার মধ্যে ঢাবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত সরকারি কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মামুনের পদত্যাগ দাবি করেছে তারা।

শিক্ষার্থীরা বলছে, এর মধ্যে দাবি পূরণ না হলে নিউমার্কেট থানা ঘেরাও করা হবে। সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনও যানবাহন চলতে দেওয়া হবে না।

অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত আসার পর ঢাকা কলেজ মিলনায়তনে সাত কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানায় শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই কলেজগুলোকে ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়। তারপর থেকে রাজধানীর সরকারি এই কলেজগুলোর শিক্ষার্থীরা নানা সংকটে পড়ে। বিভিন্ন সময় তারা রাজপথে নেমে আসছে।

পাঁচ দফা দাবি আদায়ে রবিবার সন্ধ্যার পর তারা শাহবাগ, সায়েন্স ল্যাব ও টেকিনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ করে।

এরপর দাবি জানাতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদের কাছে গিয়েছিলেন। কিন্তু উপ-উপাচার্য তাদের অপমান করেন অভিযোগ তুলে তারা নীলক্ষেত মোড় অবরোধ করে। তাদের দাবি, অধ্যাপক মামুনকে ক্ষমা চাইতে হবে।

এরপর রাত সোয়া ১১টার দিকে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। তখন সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ-বিজিবি সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে। শিক্ষার্থীদের থামাতে গিয়ে তোপের মুখে পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

রাতের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে সোমবার সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা।

ঢাকা কলেজে সংবাদ সম্মেলন করে ৬ দফা দাবি জানায় শিক্ষার্থীরা

উদ্ভূত পরিস্থিতিতে সোমবার ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধিভুক্ত সরকারি সাত কলেজের সব চূড়ান্ত পরীক্ষাও স্থগিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত