Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

যে কারণে আলিয়ার ভাটের সঙ্গে সিনেমার প্রস্তাবে না করলেন শাহরুখ খান

শাহরুখ খান, আলিয়া ভাট, বলিউড
শাহরুখ খান আর আলিয়া ভাটকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৬ সালে মুক্তি পাওয়া ডিয়ার জিন্দেগি সিনেমাতে।
[publishpress_authors_box]

বিরতির পর ২০২৩ সালে পর্দায় ফিরে একের পর এক হিট সিনেমা দিয়ে শাহরুখ খান বুঝিয়ে দিয়েছিলেন তিনিই বলিউড বাদশাহ ।

আর তাই দীনেশ বিজান ও অমর কৌশিক তাদের বিগ বাজেট হরর-কমেডি চামুণ্ডা তে নিতে চেয়েছিলেন কিং খানকে আলিয়া ভাটের বিপরীতে।

লিড রোলের প্রস্তাবই দেওয়া হয়েছিল কিন্তু শাহরুখ সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, সবকিছু প্রত্যাশা মতো এগোয়নি।

শাহরুখ নাকি সাফ জানিয়েছেন, নতুন ধরনের আনকোরা বিষয়ের ওপর কোনও ছবি হলে, তার কাছে আসতে।

কয়দিন আগে পর্যন্ত শোনা যাচ্ছিল, শাহরুখ যদি ম্যাডক ফিল্মস প্রযোজিত এই হরর-কমেডি যোগ দেন তাহলে সিনেমাপ্রেমী দর্শক কিং খানকে অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, কিয়ারা, আলিয়া ভাট এবং পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে একই ছবিতে হয়তবা দেখাতে পাবেন। তবে এখন শাহরুখ এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সিনেমাপ্রেমীদের এই স্বপ্ন শুধুই স্বপ্নই থেকে যাবে।

এদিকে আলিয়া ভাট অবশ্য চামুণ্ডা-তে কাজ করার বিষয়ে বেশ আগ্রহী। শুধু তাই না ম্যাডক ফিল্মসের সঙ্গে তার নাকি একাধিক ছবির বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আবার এমন সাইকোলজিকাল-প্যারানরমাল ঘরানার থ্রিলার বেশ পছন্দই করেন বলে জানিয়েছেন।

শাহরুখ খান আর আলিয়া ভাটকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৬ সালে মুক্তি পাওয়া ডিয়ার জিন্দেগি সিনেমাতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত