Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের পেস বোলিংয়ে মুগ্ধ শাহিন আফ্রিদি

af2
[publishpress_authors_box]

মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেনরা ছিলেন আগে থেকেই। তাদের সঙ্গে নতুন আসা নাহিদ রানা সমৃদ্ধই করেছেন বাংলাদেশি পেস আক্রমণকে। বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা শাহিন আফ্রিদিও প্রশংসায় ভাসালেন বাংলাদেশি পেসারদের।

সোমবার রাজশাহীর বিপক্ষে ২ উইকেট নেওয়া পাকিস্তানের এই পেসার সংবাদ সম্মেলনে বললেন, ‘‘তাদের (বাংলাদেশ) তাদের দারুণ একটা পেস বোলিং অ্যাটাক আছে। তাসকিন বাংলাদেশের লিডিং বোলার, তানজিম হাসান নামেও একজন আছে, হাসান মাহমুদও আছে। বাংলাদেশের বোলিং লাইন আপটা দারুণ। এবাদত হোসেন আছে, দুর্ভাগ্যক্রমে সে ইনজুরিতে। সে এখন সেরে উঠছে।’’

মিরপুরে রংপুরের হয়ে খেলা নাহিদ রানার বলের গতি কাছ থেকেই দেখেছেন শাহিন আফ্রিদি। সেদিন নাহিদের সঙ্গে ফিস্ট বাম্প করেছিলেন তিনি। নাহিদের মাথায় হাতও বুলিয়ে দিয়েছিলেন শাহিন। তাকে নিয়ে মুগ্ধতার কথা জানালেন সিলেটেও, ‘‘রানা খুবই দ্রুত গতির বল করে। অবশ্যই, লঙ্গার ফরম্যাটের জন্য তাকে এই এনার্জি ধরে রাখতে হবে।’’

মিরপুরে নাহিদ রানার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন শাহিন আফ্রিদি।

বিপিএলে সেরা ছন্দে না থাকলেও বাংলাদেশে খেলাটা উপভোগ করছেন বলে জানালেন পাকিস্তানের এই পেসার, ‘‘সময়টা বেশ ভালোভাবে উপভোগ করছি। বাংলাদেশের মানুষ সবসময় ক্রিকেট ভালোবাসে। আপনি মাঠে এসে দেখবেন পুরো মাঠ ভর্তি আর প্রত্যেকে আপনাকে সমর্থন করছে। এখন পর্যন্ত ভালো সময় কাটছে। তামিম ভাইয়ের সঙ্গেও সময়টা ভালো কাটছে।’’

নিজের ফর্ম নিয়ে তেমন উদ্বিগ্নও নন শাহিন, ‘‘আমি উইকেট নিতে পারছি কি পারছি না এসব বড় ব্যাপার না। আমি একই প্রক্রিয়ায় আছি কিনা এটা গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট আপনার হাতে নেই। কারণ উইকেট ভালো আর মাঠও ছোট। আপনাকে প্রক্রিয়া অনুসরণ করে যেতে হবে। আমি সেটাই করছি।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত