আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপির এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান সকাল সন্ধ্যাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী, এমপিসহ দলটির জ্যেষ্ঠ নেতারা আত্মগোপনে চলে যান। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এতদিন আত্মগোপনে ছিলেন।
শাজাহান খান ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার মাদারীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
শাজাহান খান বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।
৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এখন পর্যন্ত একে একে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ আওয়ামী লীগের প্রভাবশালী আরও কয়েকজন নেতা।