আরও একটি আইপিএল মৌসুম শুরু হতে চলেছে। জোর প্রস্তুতির এই সময়ে আইপিএলের প্রতিষ্ঠাতা লোলিত মোদি জানালেন এর শুরুর গল্প। আর গল্পে গল্পেই কিনা ফাঁস করে দিলেন শুরুর কিছু অজানা কথা।
লোলিত মোদির স্মৃতিচারণ থেকে জানা গেল, কলকাতা নাইট রাইডার্স রাইডার্স কেনার আগে শাহরুখ খান নাকি অন্য কোন ফ্র্যাঞ্চাইজের মালিক হতে চেয়েছিলেন।
ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাজ শামানির সঙ্গে এক পডকাস্টে ললিত মোদী বলেন, আইপিএল-এর শুরুর যে কেউ যেকোনো শহরের জন্য বিড করতে পারত। কলকাতা নাইট রাইডার্স আজ সারা বিশ্বে জনপ্রিয়তা পেলেও, বলিউড কিং শাহরুখ খান সে সময় অন্য একটি দল কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন।
পডকাস্টে লোলিত বলেন, শাহরুখ প্রথমে দিল্লি, এরপর মুম্বাই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদের মতো ফ্র্যাঞ্চাইজগুলো কেনার আগ্রহ দেখিয়ে অবশেষে কলকাতায় থিতু হন।
মোদী আরও জানান, যে শাহরুখ খান আহমেদাবাদ এবং মুম্বাইয়ের জন্য খুব আগ্রহী ছিলেন। তবে তার দর তুলনামূলকভাবে কম ছিল। ফলে তাকে ‘কলকাতা নাইট রাইডার্স’-এ ভিড়তে হয়।
পডকাস্টে জানা যায়, শাহরুখের প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানির তার চেয়ে বেশি দর হাঁকায় মুম্বাই তার পাওয়া হয়নি। এরপর শাহরুখ বেঙ্গালুরুর জন্য দর হাঁকেন। কিন্তু সেখানে আবার বিজয় মালিয়া জিতে যান। দিল্লির ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটে।
পডকাস্টে ললিত মোদী প্রথম মৌসুমের কিছু আর্থিক তথ্য সম্পর্কেও জানান।
তিনি জানান, শাহরুখ খান তার পছন্দের ফ্র্যাঞ্চাইজগুলোর জন্য প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলারের মধ্যে দর হেঁকেছিলেন। কিন্তু প্রতিবার জিতে যায় ১০০ মিলিয়ন ডলারের দরগুলো। এরপর একরকম বাধ্য হয়ে যখন কলকাতা নাইট রাইডার্স- এর দিকে হাঁ ত বাড়ালেন তখন সেটির দাম ছিল প্রায় ৮৫ থেকে ৮৭ মিলিয়ন।