তারুণ্যের উৎসব উপলক্ষে সারা দেশে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার হয়েছে বালিকা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ঝিনাইদহ জেলার প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয়েছে শৈলকুপা নারী ফুটবল দল।
ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ফাইনালে শৈলকুপার মেয়েরা ৫-২ গোলে হারিয়েছে কোটচাঁদপুর নারী ফুটবল দলকে।
টুর্নামেন্টে সর্বোচ্চ ১০ গোল করেন শৈলকুপার অধিনায়ক সমাপ্তি খাতুন। ফাইনালে তিনি একাই করেন ৫ গোল। স্বাভাবিকভাবেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে সমাপ্তির হাতে। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন শৈলকুপার লিয়া খাতুন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
চ্যাম্পিয়ন দলের কোচ শৈলকুপা ফুটবল একাডেমির পরিচালক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাধন কুমার বিশ্বাস। এই মেয়েদের চ্যাম্পিয়ন করতে যার অবদান সবচেয়ে বেশি। শৈলকুপা নারী ফুটবল দলকে চ্যাম্পিয়ন করে বলেন, “এই মেয়েরা সারা বছর কঠোর অনুশীলন করে সাফল্য পেয়েছে। এই দলের সব নারী ফুটবলার আমার একাডেমিতে বেড়ে উঠেছে। সঠিক পরিচর্যা ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এই মেয়েরা একদিন জাতীয় দলের জার্সিতে খেলবে বলে আমার বিশ্বাস।”