Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চান শরিফুল

shoriful-islam-is-currently-one-of-bangladeshs-key-bowlers-across-formats
[publishpress_authors_box]

সম্প্রতি মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে আট বছরের এক শিশু। এ ছাড়া ঠাকুরগাঁও, চট্টগ্রাম, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও মৌলভীবাজারে ধর্ষণের ঘটনা ঘটেছে গত কয়েকদিনের ব্যবধানে। জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে সাধারণ জনতা।

সেই কাতারে শামিল এবার জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলাম। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। এ নিয়ে শরিফুল ফেইসবুকে লিখেছেন, ‘‘আজকের সমাজে ধর্ষণ একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু একজন নারী বা শিশুর জীবনই নষ্ট করে না, সমগ্র সমাজকে কলঙ্কিত করে। আমাদের সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাতে হবে।’’

কঠোর শাস্তিটা কেমন হতে পারে? শরিফুল এ নিয়ে লিখেছেন সেটা যেন সর্বোচ্চ শাস্তিই হয়, ‘‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।’’ সম্প্রতি নিজ এলাকায় বিভিন্ন বয়সীদের মাদকের ভয়াবহ নেশায় আসক্ত হওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছিলেন শরিফুল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত