Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কিনলেই ৭০% ছাড় আর হাজার টাকার উপহার দেবে সাজগোজ  

‘সাজগোজ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন দিচ্ছে ৭০% ছাড়ে কেনাকাটার সুযোগ
‘সাজগোজ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন দিচ্ছে ৭০% ছাড়ে কেনাকাটার সুযোগ
[publishpress_authors_box]

সাজগোজ ই-কমার্স সাইটের ছয় বছর উদযাপনে ‘সাজগোজ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন দিচ্ছে ৭০% ছাড়ে কেনাকাটার সুযোগ।

সেই সঙ্গে ক্রেতাদের জন্য আছে ‘বিওজিও’ মানে ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুযোগ।

যে কোনো বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্য কিনলে বিশেষ কম্বো অফারও দিচ্ছে সাজগোজ।

বর্ষপূর্তি ক্যাম্পেইনে অংশ নেয়া ছয়জন সৌভাগ্যবান বিজয়ীর জন্য আছে সর্বোচ্চ ছয় হাজার টাকা মূল্যের বিশেষ গিফট ভাউচার।

সাজগোজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই ক্যাম্পেইনটি ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।  

২০১৩ সালে যাত্রা শুরু করে সাজগোজ। আর এই ব্র্যান্ডের ই-কমার্স ওয়েবসাইট চালু হয় ২০১৮ সালের ২৭ অক্টোবর।

গ্রাহকদের চাহিদা অনুসারে আসল ও মানসম্মত পণ্য সরবরাহ এবং গ্রাহকের পার্সোনাল কেয়ার এডুকেশন নিশ্চিতেও কাজ করে আসছে সাজগোজ।

দেশি ব্র্যান্ডের পণ্যের সঙ্গে সাজগোজ রেখেছে চার শতাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের ১০ হাজারেরও বেশি পণ্যের বিশাল সমাহার। এখানে ল’রিয়াল, রেভলন থেকে দেশীয় ব্র্যান্ডের পণ্য বেছে নিতে পারেন ক্রেতারা।

এসব পণ্য এবার কেনা যাবে ‘সাজগোজ অ্যানিভার্সারি সেল’ ক্যাম্পেইন থেকেও। এজন্য ঘোষণা করা তারিখের মধ্যে সাজগোজের অনলাইন বা আউটলেট থেকে কেনাকাটা করতে হবে।

পণ্য কেনার পর ছবি তুলে নিজের ফেইসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করতে হবে ক্রেতাকে। সোশাল মিডিয়ার এই পোস্ট অবশ্যই ‘পাবলিক’ রাখতে হবে।

পোস্টের ক্যাপশনে সাজগোজ থেকে কেনাকাটার অভিজ্ঞতা ও পছন্দের বিষয় নিয়ে লিখতে হবে।

পোস্টে ‘#ShajgojAnniversarySale’ এবং ‘#ShajgojSelfCare’ হ্যাশট্যাগ দুটি দেয়ার পাশাপাশি অবশ্যই যে কোনো ছয়জন বন্ধুকে ট্যাগ করতে হবে।

ক্যাম্পেইনে অংশ নেয়া সবার মধ্য থেকে মোট ছয়জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে সাজগোজের অফিসিয়াল ফেইসবুক ও ইনস্টাগ্রাম পেইজে।

বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার থাকবে ৬০০০ টাকার, দ্বিতীয় পুরস্কার ৩৫০০ টাকার, তৃতীয় পুরস্কার ২০০০ টাকার, চতুর্থ পুরস্কার ১০০০ টাকার, পঞ্চম এবং ষষ্ঠ পুরস্কার ৫০০ টাকার  গিফট ভাউচার।  

সাজগোজের কো-ফাউন্ডার এবং সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “সাজগোজ অ্যানিভার্সারি সেল ক্যাম্পেইনে সব গ্রাহকের সঙ্গে আমাদের ই-কমার্সের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পেরে আমি আনন্দিত।

“তাদের আস্থা ও সহযোগিতায় আমরা দেশের বিউটি ই-কমার্স মার্কেটের বড় একটি অংশ পরিচালনা করতে পারছি। আমরা সবসময় সৌন্দর্য চর্চায় গ্রাহকদের সঠিক পরামর্শ ও টুলস সরবরাহ করে এসেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।”

“এই ক্যাম্পেইন থেকে গ্রাহকের অভিজ্ঞতা জানতে আমি ভীষণ এক্সাইটেড।”

ক্যাম্পেইনে অংশ নিতে এবং অফার উপভোগ করতে ওয়েবসাইট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখতে হবে সাজগোজের গ্রাহককে।  

দেশের বিউটি ই-কমার্স মার্কেটের ৩৫ শতাংশের শেয়ারহোল্ডার সাজগোজ।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ লাখের বেশি ‘বিশ্বস্ত গ্রাহক’ এবং ‘৭০ শতাংশ রিটার্ন রেট’ আছে সাজগোজের।

২০২২ সালে ২১ কোটি টাকা বিনিয়োগ পায় এই প্রতিষ্ঠান; এর মধ্যে ১৭ কোটি টাকা আসে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সেকোইয়া ক্যাপিটাল এবং একটি দেশীয় টেক-ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম থেকে।

সিঙ্গাপুরের অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক, ব্র্যাক-ওসিরিস ইমপ্যাক্ট ভেঞ্চারস এবং আহান ইনভেস্টমেন্টের মতো বিনিয়োগকারী প্রতিষ্ঠানও সাজগোজের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে।

আট শতাধিক কর্মী রয়েছে সাজগোজে; এদের মধ্যে প্রায় ৫০০ জনই নারী।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত