চ্যাম্পিয়নস ট্রফিতে মাহমুদউল্লাহকে দেখে দিনেশ কার্তিক বলেছিলেন, ‘‘ও এখনও খেলছে কেন?’’ বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পরও সেই মাহমুদউল্লাহর ওপর ভরসা রাখছে বিসিবি। ভরসা রাখা হচ্ছে মুশফিকুর রহিমের ওপরও। তাই আরও এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে এই দুই সিনিয়র ক্রিকেটার থাকছেন বলে জানিয়েছে ‘ক্রিকবাজ’।
গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ২২ জনের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত এই তালিকা থেকে পরিবর্তনও আসতে পারে। এর আগে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্যাটাগারির ক্রিকেটারদের তালিকা করা হত।
কোন ক্যাটাগরিতে কারা
এ+ : তাসকিন আহমেদ।
এ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম।
বি : মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা।
সি : সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী।
ডি : নাসুম আহমেদ, খালেদ আহমেদ।
এখন বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান।
তিন ফরম্যাটে অসাধারণ পারফরম্যান্সের জন্য এ প্লাস ক্যাটাগরিতে আছেন শুধুই তাসকিন আহমেদ। ‘এ’ ক্যাটাগরিতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম।
‘বি’ ক্যাটাগরিতে অভিজ্ঞ মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহর সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান। তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ এবং নাহিদ রানার মতো উঠতি তারকারাও আছেন এই ক্যাটাগরিতে।
সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী। সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে থাকছেন নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।