চ্যাম্পিয়নস ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের সফলতম এই ক্রিকেটারের ইচ্ছাটা পূরণ হবে কি?
সেটা সময়ের হাতে। তবে বাস্তবতা হচ্ছে সাকিব হয়তো শেষ টেস্টটা কানপুরেই খেলে ফেলেছেন। টি-টোয়েন্টি ছেড়েছেন আরও আগে। বদলে যাওয়া পরিস্থিতিতে ওয়ানডে দলে থাকাও কঠিন। তাই বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা, উঠেছে প্রশ্নটা।
এর উত্তরও পাওয়া যেতে পারে আজ (শনিবার)। বিসিবি কার্যালয়ে সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ। পরিচালনা পরিষদের ১৫ তম সভায় কি আলোচনা হবে জানা যায়নি। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, বিকেল ৩টায় ডাকা এই সভায় আলোচনা হবে বিপিএল নিয়ে। কারণ টুর্নামেন্টটা কড়া নাড়ছে দরজায়।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, বিপিএল ছাড়াও আলোচনা হতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে। তাতে অবধারিতভাবে আসবে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের নাম। পাশাপাশি আলোচনা হতে পারে তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়েও।
সরকার বদলের পর ওয়ানডেতে সাকিবের খেলা অনিশ্চিত। তাই নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে সাকিব থাকবেন কিনা-সেই সিদ্ধান্ত নিতে হবে বোর্ডকে।