আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সাকিব আল হাসানের বাংলাদেশ অধ্যায়ও শেষ একপ্রকার। বাংলাদেশের দুই তারকা এবার খেলবেন এশিয়ান লিজেন্ডস লিগ টি-টোয়েন্টিতে।
এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন সাকিব। একই টুর্নামেন্টে তামিম ইকবাল খেলবেন বাংলাদেশ টাইগার্স দলে। তামিমের দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ১০ মার্চ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান পাঠানসের মুখোমুখি হবে সাকিবের এশিয়ান স্টার্স। এই দলে আছেন বাংলাদেশের অলক কাপালিও।
তামিম-আশরাফুলদের বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে এশিয়ান স্টার্সের ম্যাচটা ১২ মার্চ। এই ম্যাচে আরও একবার মুখোমুখি হচ্ছেন সাকিব-তামিম। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে সাকিব-তামিমের সম্পর্ক তলানিতে ঠেকায় আলাদা নজর থাকবে ম্যাচটিতে।
টুর্নামেন্টের ফাইনাল ১৮ মার্চ। রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
বাংলাদেশ টাইগার্স- মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরি, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম এবং নাজিমউদ্দিন।
এশিয়ান স্টার্স- সাকিব আল হাসান, অলক কাপালি, দিলশান মুনাবিরা, সৌরভ তিওয়ারি, মেহরান খান, লাহিরু থিরিমান্নে, কেদার যাদব, শেহান জয়াসুরিয়া, মাহবুব আলম, আয়ান খান, শাহবাজ নাদিম, সেকুগে প্রসন্ন, পারবিন্দার আওয়ানা, হাশতি গুল, হামিদ হাসান এবং অভিমন্যু মিঠুন।