টি-টোয়েন্টিতে বিশ্বকাপে শেষ ম্যাচ খেলে ফেলার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। ভারত সফরের টি-টোয়েন্টি দলে তাই নেই তিনি।
আজ (মঙ্গলবার) তিন ম্যাচের সিরিজ খেলতে ভারতে যাওয়ার আগে সাকিবের শূন্যতা নিয়ে ‘ছোট’ সাকিবখ্যাত তানজিম হাসান সাকিব বললেন,‘‘সাকিব ভাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। উনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দলকে সাপোর্ট দিতো। আমরা ওই জায়গায় উনার শূন্যতা অনুভব করবো। আমরা চেষ্টা করবো টিম গেম খেলার মাধ্যমে যেন ওই শূন্যতা পূরণ করতে পারি।’’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১১ উইকেট নিয়েছিলেন তানজিম হাসান সাকিব। এবার ভারতে ভালো করলে ডাক আসতে পারে আইপিএলসহ বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও। তবে এ নিয়ে ভাবছেন না তিনি, ‘‘আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো খেলতে থাকি তাহলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অটোমেটিক আসবে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আলাদাভাবে আমি কখনও টার্গেট করি না। আন্তর্জাতিক ম্যাচে যেন আমি আমার সর্বোচ্চ দিতে পারি। দলের জয়ে যেন আমাদের অবদান থাকে ওই দিকে ফোকাস থাকে। আর মূল ফোকাস থাকে যেন জিততে পারি।’’
ভারতের বিপক্ষে গত বছর ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে ২ উইকেট নিয়েছিলেন তানজিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেন ২ উইকেট।
সেই অতীতটা আত্মবিশ্বাস বাড়াবে বলে বিশ্বাস তানজিমের, ‘‘অতীতে কী হয়েছে সেটা আমাকে আত্মবিশ্বাস দেবে অবশ্যই। তবে ভবিষ্যতে কী আছে সেটাতে আমি বেশি ফোকাস করতে চাই। ভারত সিরিজে চেষ্টা করবো যেন নিজের সেরাটা দিতে পারি। আমরা এখানে অনেকদিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো প্রস্তুত আছে। সবাই সবার জায়গা থেকে একদম সেরা অবস্থায় আছে আমি বলবো।’’