Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মুম্বাইয়ে এক মাসের ক্যাম্প ফেললেন শাকিব খান, সঙ্গে ইধিকা পাল

শাকিব খান, ইধিকা পাল, 'প্রিয়তমা', 'বরবাদ', ঢালিউড
শাকিব খান ও ইধিকা পাল
[publishpress_authors_box]

দেশে শাকিব খান অভিনীত ‘দরদ’ মুক্তির প্রচারণা শুরু হয়েছে। বিপিএল এ দল কিনে সবাইকে চমকে দিয়েছেন এই মেগাস্টার। নিজের প্রসাধনী প্রতিষ্ঠান ‘হারলেন’ নিয়েও ব্যস্ততার কমতি নেই। তবে সকল ব্যস্ততা ফেলে ফের সিনেমায় মন দিয়েছেন ঢাকাই ছবির কিংখ্যাত শাকিব খান।

জানা গেছে, আজ থেকে টানা এক মাসের জন্য ভারতের মুম্বাইয়ে গেছেন শাকিব খান। পুরোটা সময়ই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নায়িকা ইধিকা পাল। এর আগে শাকিব-ইধিকা জুটির ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি দারুণ ব্যবসা সফল হয়। সে ধারাবাহিকতা রাখতেই শাকিব খান আস্থা রাখছেন ইধিকার প্রতি।

ভারতীয় একটি গণমাধ্যম বরাতে জানা যায়, ‘বরবাদ’ ছবির শুটিং শুরু হয়ে যাচ্ছে বুধবার থেকেই। শাকিব ছাড়াই প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন ইধিকা পাল। শাকিব অংশ নেবেন ২৪ অক্টোবর। আপাতত দু’দিন বিশ্রাম ও প্রস্তুতির জন্য হাতে রেখেছেন শাকিব।

চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক ঘটছে হৃদয়ের।

‘বরবাদ’ প্রসঙ্গে তিনি বলেন, “বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।”

নির্মাতা জানান, আগামী বছর ঈদে বড়পর্দায় মুক্তি পাবে ‘বরবাদ’।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত