Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ট্রেইলারে-গানে, প্রচারণায় সরব শাকিব খানের ‘দরদ’

শাকিব খানের দরদ সিনেমার ক্যাম্পেইন শুরু হলো জোরেসোরে।
শাকিব খানের 'দরদ' সিনেমাটি মুক্তির আগেই আলোচনায়।
[publishpress_authors_box]

একই দিনে মুক্তি পেল শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘দরদ’- এর ট্রেইলার ও বাংলা ও হিন্দি ভাষায় চলচ্চিত্রটির গান। শুধু তাই নয়, কলকাতার তারকাভরা মঞ্চে টলিউডেও মুক্তির পতাকা ওড়ালেন শাকিব খান ও এ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন।

টিজারে আগেই দেখা গিয়েছিল এ চলচ্চিত্রে বউ পাগল ‘দুলু মিয়া’র চরিত্রে হাজির হতে যাচ্ছেন শাকিব। ট্রেইলারে প্রশ্ন এলো তিনি কি প্রেমিক না খুনি? রহস্য উন্মোচনে ছুটছে প্রশাসন। রোমান্টিক দৃশ্যে বরাবরই যে শাকিব খানের জুড়ি নেই তা আরও একবার প্রমাণিত। বলিউডের সোনাল চৌহানও নিজেকে দারুণ মানিয়ে নিয়েছেন শাকিবের সঙ্গে।

বালাম ও কোনালের কণ্ঠে শাকিব খানের প্রিয়তমা ছবির ‘ ঈশ্বর’ গানের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এ ছবিতেও দেখা গেল ‘এই ভাসাও’ শিরোনামে একটি গান।

১১ নভেম্বর ছবির গানটি উন্মুক্ত হলো ইউটিউবে। শুধু ইউটিউবে বললে কিছুটা কম হয়ে যাবে। কেননা গানটি রিলিজ করেছে টি-সিরিজ বাংলা। একই সঙ্গে এ গানের একটি হিন্দি ভার্সনও প্রকাশ হয়েছে। বাংলা গানটির লিরিক আরাফাত মাহমুদ ও জাহিদ আকবর লিখলেও হিন্দি গানটির লিরিকে শুধু দেখা গেছে আরাফাত মাহমুদের নাম। দুটি গানেরই সংগীত পরিচালক তিনি।

বাংলা ভার্সনে ‘এই ভাসাও’ গান।

হিন্দি গানটি প্রকাশিত হয়েছে টি সিরিজের পপ চার্টবাস্টার ইউটিউব চ্যানেলে। দুটি গানই প্রকাশের সঙ্গে সঙ্গে ইউটিউব ট্রেন্ডিংয়ে বড়সড় ধাক্কা দিয়েছে। শাকিব খান তার ফেইসবুক পেজে জানিয়েছেন, প্রকাশের ১৬ ঘণ্টার মধ্যেই হিন্দি ভার্সনটি ইতিমধ্যে ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে দুই নম্বরে। বাংলা গানটি রয়েছে ১৬ নম্বরে।

হিন্দি ভার্সন।

সিনেমাটি আগামী ১৫ নভেম্বর একযোগে ২০টি দেশে মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির অন্যতম প্রযোজক এসকে মুভিজ। প্রতিষ্ঠানটি ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তি দিতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে দরদও।

সোমবার তারকাবহুল এক মঞ্চে এল সেই ঘোষণা, যার মধ্যমনি ছিলেন শাকিব খান।

‘বরবাদ’ সিনেমার শুটিং এর জন্য মুম্বাইয়ে অবস্থান করছিলেন এ মেগাস্টার। সেখান থেকেই ছুটে এসেছিলেন এসকে মুভিজের ডাকে। দুই বাংলা যৌথ যাত্রার প্রসঙ্গ টেনে মঞ্চে দাঁড়িয়ে আশাবাদ ব্যক্ত করলেন- “বিশ্বের পঞ্চম বৃহৎ ভাষা বাংলা। সংখ্যার দিক থেকেও বাংলা কিন্তু পিছিয়ে থাকার অবস্থানে নেই। আমরা এগিয়ে যাচ্ছি, অনেকদূর এগিয়ে যাবো।”

মঞ্চে দাঁড়িয়ে শাকিব খান বলেন, “আমরা দুই বাংলা একসাথে কাজ করে রিস্ক নিয়ে দেখছি দু’বছর ধরে। তা শুধু বাংলায় সীমাবদ্ধ থাকছে না। আগে এক সময় স্বপ্ন দেখতাম বিশ্বের বিভিন্ন বড় বড় দেশে কবে রিলিজ হবে। এখন খুব ভালো লাগে যখন শুনি লন্ডনে দারুন সেল হয়েছে, ফ্রান্সে, অস্ট্রেলিয়ায় দারুণ সফল হয়েছে। আপনারা শুনে খুশি হবেন, মধ্যপ্রাচ্যে ১৩৩টি হলে ‘দরদ’ মুক্তি পেতে যাচ্ছে। খুব ভালো লাগছে, অনেক প্রিয় তারকাকে একসাথে দেখতে পেরে। দুই বাংলা ইন্ডাস্ট্রি কাজ করে আমরা বিশ্বময় থাকবো।”

শাকিব খানের সঙ্গে মঞ্চে সৃজিত মুখোপাধ্যায়।

শাকিব খানের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেন এসকে মুভিজের কর্ণধার আশোক ধানুকা। জমকালো এ আয়োজনে শাকিব খানকে মাঝে রেখে মঞ্চে উপস্থিত হন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঢালিউড কিং শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ-ঐন্দ্রিলা, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অনন্যা চট্টোপাধ্যায়, রাইমা ও রিয়া সেন সহ অনেকেই।

অনুষ্ঠানের আগে পরে শাকিব খানকে ঘিরে ধরেন কলকাতার তারকারা। শাকিবকে পেয়ে জড়িয়ে ধরেন নির্মাতা সৃজিত মুখার্জী। ভবিষ্যতে একসাথে কাজের আশাবাদও ব্যক্ত করেন।

এদিকে চলচ্চিত্রটির সার্বিক প্রচারণা ও মুক্তি প্রসঙ্গে সকাল সন্ধ্যাকে অনন্য মামুন বলেন, আমরা আজই চলচ্চিত্রটির গানের শিল্পীদের নিয়ে একটি অনুষ্ঠান করছি, আগামীকাল আরেকটি গান রিলিজ হবে। ডিজিটাল মিডিয়ায় ক্যাম্পেইন চলছে। শাকিবিয়ানরাও প্রচারণা চালাচ্ছেন।”

দেশে ছবিটির মুক্তি ও হল সংখ্যা নিয়ে অনন্য মামুন বলেন, “এখন পর্যন্ত ৭০টি হলে মুক্তি চূড়ান্ত হয়েছে। আরও অনেকেই যোগাযোগ করছে। শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না। হয়তো একশ ছাড়িয়ে যাবে।”

বাংলাদেশ সহ ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলঙ্কাসহ ২০টি দেশে। তবে, ভারতে ছবি মুক্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তা শেষ মুহূর্তে হলেও জানাবেন বলেন মামুন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত