Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সিনেমা হলে ফ্লপ শাকিব খানের ‘দরদ’, বন্ধ থাকবে মধুমিতা

শাকিব খান, দরদ, ঢালিউড
[publishpress_authors_box]

কবে এমন হয়েছে তা ঠিক করতে মনে করতে পারলেন না স্টার সিনেপ্লেক্স এর বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। মাত্র দ্বিতীয় সপ্তাহেই দর্শকখরায় ভুগছে শাকিব খানের ‘দরদ’ -এর জন্য রাখা ২০টি শো।

অন্যদিকে, প্রথম সপ্তাহে ভালো চললেও, দ্বিতীয় সপ্তাহে এসে মুখ থুবড়ে পড়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে। টানা তিনদিন নাইট শো বন্ধ রাজধানীর মধুমিতা হলে। হতাশ হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ।

বিশটি দেশে একযোগে মুক্তির কথা থাকলেও প্যান ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি ভারতেই মুক্তি পায়নি! ঠেকানো যায়নি পাইরেসিও, আমেরিকায় মুক্তির পরপরই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক মাহফুজুর রহমান। তিনি বলেন, “দরদ ছ‌বিটা ইউ‌টিউ‌বে দেখা যা‌চ্ছে। এই দে‌শের মানুষ ক‌রোনায় পাল্টায়নি। অভ‌্যুত্থা‌নেও পাল্টাল না। প্রবাস থে‌কে পাই‌রে‌সি হ‌য়ে‌ছে শু‌নলাম। অর্থাৎ বি‌দে‌শে গি‌য়েও পাল্টায় না বাঙা‌লি। পারার ম‌ধ্যে পা‌রে শুধু রক্ত দি‌তে। রক্ত দে‌বে, কিন্তু পাল্টা‌বে না।”

গেল ২২ নভেম্বর মুক্তির প্রথম দিন রেকর্ড পরিমান সেল হয় ‘দরদ’ -এর। এরপর যত দিন গেছে তত দর্শক কমেছে।
কারণ হিসেবে মাহফুজুর রহমান সিনেমার নির্মাণকেই দায়ী করছেন।

তিনি বলেন, “প্রথম দিনের দর্শক অপ্রত্যাশিত ছিল, বরং এখন যে পরিস্থিতি তাই স্বাভাবিক। ছবির যে মান তাতে এ ছবির টিকে থাকাটা মুশকিলই ছিল একরকম। সেটাই হয়েছে, যত দিন যাচ্ছে ছবিটির ব্যববসা ততই কমে যাচ্ছে।

“ছবিটির দর্শক সারা বাংলাদেশেই কমেছে। মাল্টিপ্লেক্সে কমেছে, জেলা পর্যায়ে কমেছে, মফস্বলে কমেছে, কিছু হল যেগুলো গ্রামে গঞ্জে সেগুলোতে তো ভয়াবহ রকমের মন্দা যাচ্ছে। সব মিলে যে চমক সৃষ্টি করেছিল, তা ধরে রাখতে পারেনি।”

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ২২টি শো দিয়ে শুরু হলেও শো কমে ২০টি হয়েছে। দর্শক তেমন নেই। সামনের সপ্তাহে শো অনেক কমে যাবে বলে জানিয়েছেন এর কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “প্রথম সপ্তাহে ভালো চলেছিল। দ্বিতীয় সপ্তাহে দর্শক খুব কম। এর কারণটা সম্ভবত মাউথ এডভার্টাইজিং হচ্ছে না। দর্শক ফিরে গিয়ে অন্য দর্শককে ছবিটি দেখতে বলছে না। আগামী সপ্তাহে নতুন একটি ছবি আসছে ‘ভয়াল’। আমাদেরও একটি ছবি আসবে ‘মোয়ানা টু’। শো আরও অনেক কমিয়ে দিতে হবে।”

সর্বশেষ কবে শাকিব খানের ছবির এমন দশা হয়েছে তা মনে করতে পারলেন না মেসবাহ। তিনি বলেন, “হয়েছে, শাকিব খানের ছবি আগেও এমন হয়েছে, তবে কবে হয়েছে…”

ছবিটির নির্মাণের সমালোচনা করেছেন মধুমিতা সিনেমা হলের কর্ণধারও ।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, “প্রথম সপ্তাহে কিছুটা ভালো গেছে। দ্বিতীয় সপ্তাহে দর্শক নেই। তিনদিন ধরে নাইট শো বন্ধ। আমরা আর আগামী সপ্তাহে চালাবো না। কিভাবে চলবে ছবি? গল্পে কোন দম নেই ছবির। দম থাকলে ছবি চলতো, কম দিন তো আর শাকিবের ছবি চালচ্ছি না।”

শাকিব খানের সিনেমা মুক্তিকে কেন্দ্র করে দেশের অনেকগুলো হল নতুন করে খুলেছিল। আশার সঞ্চার হয়েছিল হল মালিকদের মধ্যে, বন্ধ থাকা ব্যবসায় কিছু সুবাতাস বইবে হয়তো।

কিন্তু তা আর হলো না। হলে চালানোর মতো সিনেমাও নেই। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে মধুমিতা।

“আমাদের পক্ষে আর হল খোলা রাখা সম্ভব হচ্ছে না। কি করে খোলা রাখবো, ছবিই তো নেই। তাই আগামী সপ্তাহ থেকে মধুমিতা বন্ধ থাকবে,” বললেন মধুমিতা হলের মালিক নওশাদ।

শাকিব খান ও অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুনও স্বীকার করলেন, দর্শক খরার কথা।

“চট্টগ্রামের দিকে সেল একদম পড়ে গেছে। উপজেলা শহরগুলোতেও সেল নেই। জেলা শহরগুলোতে সেল একটা নির্দিষ্ট জায়গায় স্থির আছে। হয়তো হল সংখ্যা বাড়তেও পারে আগামী সপ্তাহে।”

কারণ হিসেবে, মামুন দুষলেন দেশের পরিস্থিতিকে। “দেশের পরিস্থিতি তো এখন ভালো না। সবমিলে এ কারণেই দর্শক সিনেমা দেখতে হলে আসছে না।”

প্রথম দিকে প্রচারণায় যুক্ত না হওয়ার কথা থাকলেও শাকিব খান অবশ্য দাঁড়িয়েছিলেন ‘দরদ’-এর পাশে।

নিজের ব্র্যান্ড ‘হারলেন’-এর লঞ্চিং অনুষ্ঠানে ‘দরদ’ নিয়ে তিনি বলেন, “ভালো ওপেনিং দিয়েছে। দেশের এমন পরিস্থিতিতেও দর্শক হলে যাচ্ছে। এ থেকেই বোঝা যায়, আমাদের দেশের মানুষের সংস্কৃতির প্রতি চলচ্চিত্রের প্রতি কতো ভালোবাসা।”

এদিকে হল মালিকদের আশা ছিল, ভারতের সঙ্গে একযোগে দেশেও মুক্তি পাবে ‘পুস্পা টু’ সিনেমা। অনন্য মামুনই তার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিলেন ছবিটি বাংলাদেশে আনার। কিন্তু এখন আর তিনি তা আনছেন না। গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘দরদ’ নিয়েই ব্যস্ততা তার।

ছবিটি আনার ব্যাপারে আগ্রহী হয়েছিলেন অভি কথাচিত্রের জাহিদ হোসেন অভি। জানা যায়, সরকারি অনুমতি না মেলায় ছবিটি দেশে মুক্তি পাচ্ছে না। ফলে হল মালিকদের দুর্দশাও সহসা কাটছে না।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত