বিদেশে খেলা ছাড়া জাতীয় দলের জার্সি গায়ে তোলার অন্য সুযোগ নেই সাকিব আল হাসানের। কিছু কারণে উইন্ডিজে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ থাকলেও হয়নি। এবার সামনে আছে চ্যাম্পিয়নস ট্রফি। যে আসলে খেলে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ইচ্ছা জানিয়েছিলেন সাকিব।
দেশের সেরা ক্রিকেট তারকার সেই ভাগ্য হবে কিনা তা সময়ই বলে দিবে। তবে সুযোগ শেষ হয়ে যায়নি। চাম্পিয়নস ট্রফি দেশের বাইরে বলে দলে থাকার সুযোগ আছে সাকিবের। তা নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা করবেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।
শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে দেখা করতে এসে সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা জিইয়ে রাখার কথা বলেছেন ফারুক। বলেছেন, “চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা বিপিএলের মাঝেই এই বিষয়টি নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনায় বসব।”
শুধু দেশের বাইরে নয়, সাকিবের দেশে ফেরার ব্যাপারেও আশান্বিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি প্রধান। সাকিব নিজে থেকে মন্ত্রণালয়ের সঙ্গে যোগযোগ করে গ্রেপ্তারি পরোয়ানায় নাম ওঠা, মামলার সম্ভাবনা, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ জাতীয় সমস্যাগুলো কাটানোর চেষ্টা করছেন।
ফারুক বলেছেন, “ও তো অবসর নেয় নাই। এমন কিছু হয় নাই। ওকে খেলানোর চেষ্টার কথা তো পরে আসবে। এখন ওর যে সমস্যাগুলো আছে, সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে ওটা কি করা যায়। ওকে আমার সহায়তা করা কোন ব্যাপার না। শুধুমাত্র ওর যে সমস্যাগুলো আছে সেটা সরকার থেকে যদি কোন সমাধান হয় তাহলে ওর খেলার ব্যাপারটা খুব সহজেই হয়ে যাবে।”