Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
Beta
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

একজনের জন্য দল থামে না, তাসকিনের ‘ঘুম’ ইস্যুতে সাকিব

সাকিব-তাসকিন-১
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু একাদশে নেই তাসকিন আহমেদ। খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় দেখা গেছে এই পেসারকে। তাহলে কি চোটে পড়েছেন তিনি? তখন উত্তর পাওয়া না গেলেও বিশ্বকাপ শেষে শোনা যাচ্ছে, ঘুম থেকে উঠতে না পারায় খেলতে পারেননি তাসকিন!

আসলে সেদিন কী ঘটেছিল। সত্যিই কি ঘুম না ভাঙার কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি ডানহাতি পেসারের? ঘটনা খোলাসা না হলেও সাকিব আল হাসানের বক্তব্য সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন, একজন খেলোয়াড়ের জন্য কখনও টিম বাস অপেক্ষা করবে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছে ২৯ জুন। বাংলাদেশের বিশ্বকাপ অবশ্য শেষ হয়েছে আরও আগে। এরমধ্যে দেশে ফিরে বেশ কয়েকজন ক্রিকেটার বিদেশি লিগে খেলতে চলে গিয়েছেন। সবশেষ সেই তালিকায় যুক্ত হলেন সাকিব। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছেড়েছেন তিনি। যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন তাসকিন ইস্যুতে।

গুঞ্জন উঠেছে, ভারত ম্যাচের সকালে ঘুম থেকে উঠতে না পারায় টিম বাস মিস করেন তাসকিন। যেকারণে একাদশে থাকা হয়নি তার। ঘুমের কারণে কিনা সেটা পরিষ্কার হলেও সাকিব নিশ্চিত করেছেন, সেদিন টিম বাস মিস করেছিলেন তাসকিন।

সাকিবের বক্তব্য, “আমি জানি না এটা (তাসকিনের না খেলা) কী জন্য হয়েছে। সে (তাসকিন) তো দলের সহ-অধিনায়ক, বলতে গেলে অটোমেটিক চয়েজ। যখন সে না খেলবে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন আসবে। এখন সেটার ব্যাখ্যা তো দিতে হবে। এখন সে বলেছে (ঘুম থেকে উঠতে না পারা) কিনা আমি এ বিষয়ে বলতে পারব না।”

সাকিব যতটুকু জানেন, সেটি সংবাদ মাধ্যমের সঙ্গে ভাগাভাগি এভাবে, “দলের বাস তো একটা সময় ছাড়ে। আর আমরা যারা ক্রিকেটার আছি তারা সকলেই জানি, দলের বাস কখনোই অপেক্ষা করে না। যদি কেউ এরকম মিস করে তাহলে তারা পরে গাড়ি নিয়ে আসে কিংবা ম্যানেজারের গাড়ি কিংবা ট্যাক্সিতে আসে।”

সঙ্গে যোগ করেছেন, “ওয়েস্ট ইন্ডিজ যেহেতু একটা কঠিন জায়গা, এখানে যানবাহনের সুবিধাটা অনেক কঠিন ছিল। তাসকিন হয়তো মাঠে পৌঁছেছিল টস হওয়ার ৫-১০ মিনিট আগে। খুবই কাছাকাছি সময়ে। সেই সময়ে টিম ম্যানেজমেন্টের কাছে কঠিন ছিল তাকে সিলেক্ট করার। স্বাভাবিকভাবে তাসকিন পরে পুরো দলের কাছে ক্ষমা চেয়েছে। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছে। মানুষের ক্ষেত্রে ভুল হতেই পারে, অনেক সময় না চাইতেও ভুল হয়। এই ভুল সবারই হয়ে থাকে। সে বিষয়টা স্বীকার করেছে এবং তারপর ওখানে শেষ হয়ে গেছে।”

এখানে টিম ম্যানেজমেন্টের কি কিছুর করার ছিল না? কেউ অন্তত ডাকতে পারতেন তাসকিনকে। এ ব্যাপারে সাকিবের যুক্তি, “দেখুন এই বিষয়টা এভাবে হয় না। নিয়মে এগুলো নেই যে, ঘর থেকে ডেকে নিয়ে আসবে। কিংবা দল ওয়েট করবে। দল কখনোই ওয়েট করবে না, এটা কোথাও হয় না। আমরা যখন বয়সভিত্তিক পর্যায়ে থেকে খেলে আসছি… আমাদের এমনও মনে আছে, প্লেয়ার পিছে দৌড়াচ্ছে বাসের দরজা লেগে গেছে, বাস চলে যাচ্ছে। বাস কখনও থামে না। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত