Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

চেন্নাইতে আজ সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা

সাকিব শেখ জামাল
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

শ্রীলঙ্কান টি-১০ সুপার লিগে খেলা অবস্থাতে বোলিং নিষেধাজ্ঞার খবর পান সাকিব আল হাসান। ইংল্যান্ড  ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছিলেন তিনি। এবার চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেবেন সাকিব।  

বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতিটা বেশ ভালো ভাবে নিয়েছেন সাকিব। লঙ্কান টি-১০ লিগে গল মারভেলসের হয়ে খেলা সাকিব দলটির হয়ে নেটে বোলিং অ্যাকশন শোধরানোর প্রস্তুতি নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে কাজ করেছেন বিভিন্ন অ্যাকশন নিয়ে।

তাছাড়া পাকিস্তানী স্পিন বোলিং লিজেন্ড সাকলাইন মুশতাকও পরামর্শ দিয়েছেন সাকিবকে। সাকিবের আজকের পরীক্ষার বিষয়টি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস।

শুক্রবার জানিয়েছেন, “সাকিব শনিবারে চেন্নাইয়ের সেন্টারে পরীক্ষা দিবে। এখানে আল আমিনও (পেসার) বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করেছিল। সাকিবের পাস করা কঠিন হবে না কারণ ইংল্যান্ডে সে অনেক ওভার করেছিল। এজন্য তার হাত হয়তো ক্লান্ত ছিল, পরীক্ষার সময় সেভাবে বল করতে হয় না।”

২০১৪ সালে বোলিং অ্যাকশন ত্রুটি শোধরাতে আল আমিনকে চেন্নাইয়ের সেন্টারে পরীক্ষা দিতে হয়েছিল। তার মতো বায়ো মেকানিক্স প্রযুক্তির অধীনে শরীরের বিভিন্ন অংশে অনেকগুলো ছোট ক্যামেরা লাগিয়ে বল করতে হবে সাকিবকে। বিশেষ করে যে বল করার সময় তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় সেই বলটি বেশি করতে হবে সাকিবকে।

গত বছর বিপিএল খেলার সময় প্রকোট হওয়ায় চোখের সমস্যা থেকে শুরু করে নানা জটিলতায় সময় পার করছেন সাকিব। দেশে ফিরতে না পারা সাকিব এখন বোলিং নিষেধাজ্ঞায়। এবার যদি নিষেধাজ্ঞাটা কেটে যাওয়ার খবর আসে তাও কিছুটা স্বস্তি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত