Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

অনলাইনে দলবদল সাকিবের, খেলবেন দেশে ফিরতে পারলে

সাকিব শেখ জামাল
[publishpress_authors_box]

ঢাকা প্রিমিয়ার লিগের জন্য ক্রিকেটারদের দলবদল শুরু হয়েছে শনিবার থেকে। দুই দিনের দলবদলে প্রথমদিনই আলোচনা তুঙ্গে। সাকিব আল হাসানের বাংলাদেশে আসার নিশ্চয়তা এখনও তৈরি হয়নি। তবে দলবদল সম্পন্ন হয়েছে তার।

সাকিব দলবদল করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। গত ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে খেলেছিলেন সাকিব। এর আগেও বাংলাদেশ অলরাউন্ডার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলেছিলেন।

হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দলবদল সেরেছেন সাকিব। ছবি : সকাল সন্ধ্যা

নাম প্রকাশ না করার শর্তে রূপগঞ্জের এক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেছেন, “আমরা সাকিবকে নিশ্চিত করে রাখছি। এখনও জানি না যে সে আসবে কি না। তবে আমাদের কাজ এগিয়ে রাখছি। যদি আসতে পারে তো খেলবে।”

লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধর লুৎফর রহমান বাদল অবশ্য সাকিবকে খেলানোর ব্যাপারে আশাবাদী। সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি বলেছেন, “আমরা সাকিবকে খেলানোর ব্যাপারে আশা রাখছি। কারণ আমরা রাজনীতিবিদ সাকিবের সঙ্গে চুক্তি করিনি। আমরা সই করেছি খেলোয়াড় সাকিবকে। আমরা কাজ এগিয়ে রাখলাম, আশা করি সাকিব দেশে আসতে পারলে আমাদের সঙ্গেই খেলবেন।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে বাংলাদেশ ছাড়ার পর দেশে ফেরার সুযোগ হয়নি জনপ্রিয় ক্রিকেট অল রাউন্ডার সাকিব আল হাসানের, যিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ ক্রিকেটের এই কিংবদন্তি ক্যারিয়ারের শেষ টেস্ট দেশে খেলতে চেয়েছিলেন। তবে সেটি হয়নি। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় দেশে ফেরা নিয়ে শঙ্কিত এই অলরাউন্ডার।

দেশে ফিরে নিরাপদে খেলা ও দেশ ত্যাগের নিশ্চয়তা পেলেই আসার কথা জানিয়েছেন সাকিব।

এখনও দল পাননি লিটন

সাকিব দল পেয়ে গেলেও ঢাকা প্রিমিয়ার লিগের দল পাওয়ার অপেক্ষায় আছেন লিটন দাস। ওয়ানডে দল থেকে বাদ পড়া এই ব্যাটার শনিবার এসেছিলেন দলবদলের টোকেন নিতে। তার ফর্মে কোনও দলের নাম ছিল না।

অবশ্য লিটনকে দলে নেওয়ার ব্যাপারে লড়ছে দুই দল। লিজেন্ডস অব রূপগঞ্জের পাশাপাশি লিটনকে দলে নিতে চাইছে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাব। এই দলের কোচ খালেদ মাহমুদ সুজন। সুজনের অধীনে এবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন লিটন।

লিটন ছাড়াও দলবদল করেছেন এনামুল হক বিজয়। এই ক্রিকেটার আবাহনী থেকে সরে গিয়ে নাম লিখিয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত