গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়ো মেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। এতে করে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষেধাজ্ঞা বহাল থাকল।
গত বুধবার সিলেটে সংবাদ মাধ্যমে এ খবর নিশ্চিত করেছিলেন জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। শনিবার আইসিসি সংবাদ বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানায়। সাকিবকে এখন ব্যক্তি উদ্যোগে আবার বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হবে।
বোলিং অ্যাকশন পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় সাকিবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা কঠিন হয়ে গেল। ১২ জানুয়ারীর মধ্যে আইসিসিতে দল পাঠাতে হবে সব দলকে। সাকিবকে না রেখেই দল দিতে হচ্ছে বিসিবিকে।
গত বছর শেষদিকে শ্রীলঙ্কান টি-১০ সুপার লিগে খেলা অবস্থাতে বোলিং নিষেধাজ্ঞার খবর পান সাকিব আল হাসান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছিলেন তিনি।
বোলিং অ্যাকশনের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতিটা বেশ ভালো ভাবে নিয়েছিলেন সাকিব। গল মারভেলসের হয়ে খেলা সাকিব দলটির নেটে বোলিং অ্যাকশন শোধরানোর প্রস্তুতি নিয়েছেন। ভিডিও ফুটেজ দেখে কাজ করেছেন বিভিন্ন অ্যাকশন নিয়ে।
তাছাড়া পাকিস্তানী স্পিন বোলিং লিজেন্ড সাকলাইন মুশতাকও পরামর্শ দিয়েছিলেন সাকিবকে। তবুও বোলিং অ্যাকশন সঠিক করতে পারলেন না বাংলাদেশ অলরাউন্ডার।