Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১ মার্চ, ২০২৫

রিমান্ড শেষে কারাগারে শমসের মবিন চৌধুরী 

শমসের মবিন চৌধুরী
শমসের মবিন চৌধুরী
[publishpress_authors_box]

তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শমসের মবিন চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার মো. পারবেজ মিয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. নাজমুল হাসান আসামির চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল ঢাকার সিএমএম আদালত।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন পারবেজ মিয়া। বিকালে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঢাকার যাত্রাবাড়ী থানায় গত ২৯ অক্টোবর মামলা করেন নিহতের মা কানীছ ফাতেমা।

গত ১৭ অক্টোবর ঢাকার বনানী থেকে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শমসের মবিন চৌধুরী বীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পররাষ্ট্রসচিব ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০৭ সালে অবসরে যাওয়ার পরের বছর যোগ দেন বিএনপিতে। ২০০৯ সালেই দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান। ২০১৫ সালে বিএনপির রাজনীতি থেকে সরে গিয়ে ২০১৮ সালে যোগ দেন বিকল্পধারা বাংলাদেশে। ২০২৩ সালে সেই দলও ছাড়েন, যুক্ত হন তৃণমূল বিএনপিতে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত