Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

বুমরা থাকলেও শান্তদের সমস্যা হতো না

শান্ত
[publishpress_authors_box]

ভারতীয় সংবাদ মাধ্যমের কাজই হলো বিপক্ষকে তাঁতিয়ে দেওয়া। আর তাই সংবাদ সম্মেলনে বিপক্ষ ক্রিকেটারের দিকে ওই রকম প্রশ্নবাণ ছোঁড়েন ভারতীয় সাংবাদিকরা। ছাড় পাননি নাজমুল হোসেন শান্তও। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচের আগে প্রশ্নবাণ সামলাতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।

জাসপ্রিত বুমরা চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকায় বাংলাদেশের জন্য স্বস্তি কিনা এমন প্রশ্ন ছুঁড়েছেন। শান্ত দমে যাননি। উল্টো মোক্ষম জবাব দিয়েছেন। জাসপ্রিত বুমরা থাকলেও বাংলাদেশ ব্যাটারদের খুব বেশি সমস্যা হতো না বলে জানিয়েছেন তিনি।

বুমরা না থাকায় বাংলাদেশ ব্যাটাররা একটু স্বস্তিতে কিনা এর উত্তরে শান্ত বলেছেন, “বুমরা নেই বলে আমাদের সুবিধা হয়েছে বলে আমি মনে করি না। কারণ এই ফরম্যাটে আমরা অনেক ম্যাচ খেলেছি। ঘরোয়া ক্রিকেটে আমরা সদ্য বিপিএল শেষ করেছি। ব্যাটাররা ভালো ছন্দে আছে, বিশেষ করে কয়েকজন খুব ভালো করেছে। এটা আমাদের ব্যাটিং গ্রুপকে আত্মবিশ্বাস দিচ্ছে। বিপক্ষে কোন এক্স ফ্যাক্টর থাকলেও আমরা নিজেদের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারতাম।”

শান্ত আরও যোগ করেন, “কোন একজন ক্রিকেটারকে নিয়ে চিন্তা করার লোক নই। বুমরা ছাড়াও ভারতের ভালো ক্রিকেটার আছে তো আমাদের পুরো দলকে নিয়েই ভাবতে হবে।”

বুমরার অনুপস্থিতি ভারতের পেস আক্রমণে কিছুটা শক্তি হারিয়েছে। তবে কুলদ্বীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তীদের নিয়ে গড়া স্পিন আক্রমণ বেশ শক্তিশালি। ভারত তাদের একাদশে তিনজন স্পিনার অনায়াসে খেলাতে পারে। সেদিকে বাংলাদেশ নিশ্চিত ভাবেই তিন পেসার নিয়ে নামবে।

বাংলাদেশের এই পেস নির্ভরশীলতা নিয়েও প্রশ্ন ছুঁড়েছে ভারতীয় সাংবাদিকরা। এবারও বুদ্ধির সঙ্গে সামলেছেন শান্ত, “না, না আমরা কখনই পেস নির্ভর দল নই। আমাদের এখন ভালো পেসার আছেন, কিন্তু আগে এই পর্যায়ের পেসাররা ছিলেন না। কিন্তু স্পিনে আমরা সবসময়ই ভালো। ভারতের সেরা স্পিন আক্রমণ থাকতে পারে। আমাদের যারা আছেন তারাও তাদের মাপকাঠিতে সেরা। ভারত তিন বা দুজন স্পিনার খেলাক তাতে আমার সমস্যা নেই। আমি বলতে চাই আমাদের শুধু পেসার না, স্পিন আক্রমণ মিলিয়ে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ আছে। আমরা জানি ভারতের সঙ্গে খেললে কি চ্যালেঞ্জ আসবে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত