মেলবোর্ন টেস্টে আলোচনায় ছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। শেষ দিনে যশস্বী জয়সওয়ালকে মাঠের আম্পায়ার জোয়েল উইলসন আউট না দিলেও তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা আউট দেন। স্নিকোয় কোনো তরঙ্গ চিহ্ন ফুটে উঠেনি, তবে বলের গতিপথ বদল হওয়া দেখে উইলসনের সিদ্ধান্ত বদলে দেন শরফুদ্দৌলা।
সিডনিতে আজ (শুক্রবার) হলো উল্টোটা। এবার প্রায় একইভাবে শরফুদ্দৌলার সিদ্ধান্ত বদলে দিলেন তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন। ৬৬তম ওভারে প্যাট কামিন্সের শেষ বলে পুল করেছিলেন ভারতীয় ব্যাটার ওয়াশিংটন সুন্দর। অ্যালেক্স ক্যারি বল গ্লাভসবন্দী করে ক্যাচের আবেদন করলে শরফুদ্দৌলা সাড়া দেননি।
এরপর কামিন্স রিভিউ নিলে রিয়েল টাইম স্নিকোতে বল ওয়াশিংটনের গ্লাভসের পাশ দিয়ে যাওয়ার সময় ছোট্ট তরঙ্গ চিহ্ন ফুটে ওঠে। বল গ্লাভস পেরিয়ে যাওয়ার পর গতিপথ বদলেছে কি না যাচাই করেন উইলসন। এরপর উইলসন, ‘বল ও গ্লাভসের মধ্যে ফাঁকা জায়গা দেখছি না’ বললে শরফুদ্দৌলা সিদ্ধান্ত বদলে আউট দেন ওয়াশিংটন সুন্দরকে।
এরপর আবারও বিতর্ক শুরু হয় স্নিকো নিয়ে। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এক্সে লিখেছেন, ‘‘কোনো অবস্থাতেই এটা আউট নয়, খুব বাজে সিদ্ধান্ত।’’
অস্ট্রেলিয়ান সাবেক তারকা মার্ক ওয়াহ অবশ্য আউট বলেছেন এটাকে, ‘‘বল গ্লাভসের নিচের অংশে ছুঁয়ে গেছে। ওয়াশিংটন সুন্দর টের পায়নি। তবে এমসিজির সেই (জয়সোয়াল) আউটের মতোই দৃশ্যপট।’’
দিনের শেষভাগে ভারতীয় অধিনায়ক জাসপ্রিত বুমরার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। দুজন একে অপরের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন শরফুদ্দৌলা।
এর আগে ১১.৫ ওভারে শুবমান গিলকে এলবিডব্লু ও ব্যাট–প্যাডে লেগে ক্যাচের আবেদন করেছিলেন বোলার স্কট বোল্যান্ড। শরফুদ্দৌলা আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন প্যাট কামিন্স। রিপ্লেতে দেখা যায় শরফুদ্দৌলার সিদ্ধান্তই সঠিক।
এছাড়া অষ্টম ওভারে স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এজ হয়ে দ্বিতীয় স্লিপের স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন বিরাট কোহলি। তার হাতে লেগে বল চলে যায় গালিতে থাকা মার্নাস লাবুশেনের হাতে। অনফিল্ড দুই আম্পায়ার শরফুদ্দৌলা ও মাইকেল গফ সিদ্ধান্ত নিতে তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। রিপ্লে দেখে কোহলিকে নট আউট দেন উইলসন। তবে স্টিভেন স্মিথের দাবি ছিল, ‘‘এটা ১০০ শতাংশ আউট।’’