বাংলাদেশ নারী ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য ২০১৮ সালের এশিয়া কাপ। ওই আসরের পর আর এমন সাফল্য আর পায়নি বাংলাদেশ নারী দল। সেই চূড়ায় আবার কবে উঠা হবে তা এখন প্রশ্নের মুখে। বাংলাদেশ জাতীয় দলে ফেরা ওপেনার শারমিন আকতার সুপ্তা আশা রাখছেন ৪-৫ বছরের মধ্যে নারী দল আবার এশিয়ার সেরা হবে।
প্রশ্ন উঠেছে বাংলাদেশ নারী দল ধারাবাহিক সাফল্য কবে পাবে? এর উত্তরেই ৪-৫ বছরের অপেক্ষার কথা বলেছেন এই ব্যাটার। গত বছর ঘরের মাঠে ধারাবাহিক পারফরম করেছিল নারী দল। এ বছর তা পারেনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের সিরিজে অপূর্ণতা কিছুটা হলেও কাটাতে চায় বাংলাদেশ দল।
অবশ্য শারমিন জানেন ওয়ানডেতে ধারাবাহিক ভালো করা এখনও কঠিন তাদের জন্য। শারমিন বলেছেন, “৪-৫ বছরের মধ্যে তো শুধু একবার কেন, (আরও) এশিয়া কাপ হয়তো আমরা নিতে পারি। ওয়ানডে ক্রিকেটে এখন চ্যাম্পিয়ন হওয়াটা কঠিন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখলেই বুঝতে পারবেন, অন্যদের সঙ্গে আমাদের পার্থক্যটা কত। তো, আমরা অন্তত সেরা ৪-৫ নম্বরে থাকার মতো দল।”
পরিশ্রম করে ধারাবাহিকতা আনার স্বপ্ন শারমিনের , “আমাদের মেয়েদের দলের ভালো করার অনেক সুযোগ আছে। আমি মনে করি, ধারাবাহিকভাবে সেরা ৪-৫ এর মধ্যে থাকার মতো দল আমরা। সবচেয়ে বড় যে বিষয়টা, মেয়েরা সবাই অনেক পরিশ্রম করে। এই সুযোগ-সুবিধাটা যদি ধারাবাহিক থাকে আমরা খুব শিগগিরই আমরা সেরা পাঁচে যেতে পারব।”
ধারাবাহিক ভালো করতে হলে ধারাবাহিক খেলতে হবে। নারী ক্রিকেটারদের সেই সুযোগটা নেই। বছরে খুব কম সময়ই খেলার মধ্যে থাকেন তারা। তাই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দলের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ দল।
শারমিন বলেছেন, “পার্থক্য তো আসলে শুরু থেকে। ফ্যাসিলিটিজ থেকে শুরু করে সব কিছুতেই। আমাদের ছেলেদেরই যথেষ্ট খেলার সুযোগ নেই। সেখান আমাদের টুর্নামেন্টগুলো কম। এখন ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলে হবে না। এত দ্রুত সব কিছু হয়তো আমরা পাব না। তবে আমরা অনেক কিছুই পাচ্ছি। আমাদের ক্রিকেটও এগিয়ে যাচ্ছে।”