বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতে আছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এ দিনই শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি জানাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, “সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে আমি আগেও বলেছি যে, তিনি স্বল্প নোটিশে এখানে এসেছিলেন এবং তিনি এখানেই থাকছেন।”
গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতের হিন্দন বিমানবন্দরে পৌঁছানোর একদিন পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “তিনি (শেখ হাসিনা) স্বল্প নোটিশে ভারতে আসার অনুমোদন চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ পেয়েছিলাম। তিনি গতকাল সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন।”
শেখ হাসিনা দেশ ছেড়ে দিল্লিতে পৌঁছানোর দুই মাসেরও বেশি সময় পর কোনও সংবাদ সম্মেলনে ভারত সরাসরি তার বিষয়ক প্রশ্নের উত্তর দিল।
একই দিন গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
নবগঠিত ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমের প্রথম দিনেই এই পরোয়ানা জারি করা হয়।
এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ১৪-দলীয় জোটের সদস্য, সাংবাদিক এবং আইন প্রয়োগকারী সংস্থার সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা এবং গণহত্যার ৬০টিরও বেশি অভিযোগ দায়ের করা হয়েছে।
তথ্যসূত্র : এনডিটিভি