Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

শেখ কামাল ক্রীড়া পরিষদ পুরস্কার স্থগিত

শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
[publishpress_authors_box]

আগামী সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার অনুষ্ঠান। কিন্তু দেশের চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করছে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

সোমবার ৫ আগস্ট বঙ্গবন্ধু পুত্র ও আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন। আর গত কয়েক বছর ধরে এই দিনে  শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দেওয়া হতো পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠকদের হাতে। পুরস্কার হিসেবে থাকতো এক লাখ টাকা ও ক্রেস্ট ও সম্মাননা পত্র। এই পুরস্কার সবার হাতে তুলে দিতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান। রবিবার রবিবার  সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত