Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার শিলাস্তির জবানবন্দি

শিলাস্তি রহমান
শিলাস্তি রহমান
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

তিনি সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে তদন্ত সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, নিজের সংশ্লিষ্টতা এড়িয়ে আনার হত্যাকাণ্ডের আদ্যোপান্ত বর্ণনা করেন শিলাস্তি।

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনার গত ১৩ মে ভারতের কলকাতার একটি ফ্ল্যাটে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন বলে পশ্চিমবঙ্গ সিআইডি জানিয়েছে। গত ২২ মে তার খুনের খবরটি প্রকাশ পেলেও এখনও পাওয়া যায়নি লাশ বা দেহাবশেষ।

ঘটনার তদন্তে নেমে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ জানায়, ১৩ মে আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জিবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে খুন করা হয়েছিল, তখন সেখানে শিলাস্তিও ছিলেন। ১৫ মে তিনি দেশে ফিরে আসেন।

এরপর ঢাকায় গ্রেপ্তার হন শিলাস্তি, শিমুল ভূইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্যা সাইদ ও তানভীর ভূইয়া।

আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ঢাকার শেরেবাংলা নগর থানায় যে মামলা করেছেন, সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডেও নেয় পুলিশ।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিলাস্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন বলে জানান তদন্ত কর্মকর্তারা। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আদালতে আবেদন করলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামি শিলাস্তির জবানবন্দি রেকর্ড করে। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, শিলাস্তির জন্ম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইশানা গ্রামে। তার বাবা দীর্ঘদিন প্রবাসে ছিলেন, দেশে ফেরার পর তিনি ঢাকার উত্তরাতে থাকেন। শিলাস্তি ঢাকাতেই বড় হয়েছেন।

আনার হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে যে আক্তারুজ্জামান শাহিনের নাম আসছে, তার সঙ্গে শিলাস্তির সম্পর্ক থাকার কথা বলছে গোয়েন্দা পুলিশ।

ডিবি কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহিন তার সোনা চোরাচালানসহ নানা অপরাধমূলক কাজে শিলাস্তিতে ব্যবহার করতেন। আনার হত্যার আগে শিলাস্তিকে নিয়ে শাহিন কয়েক দফায় কলকাতায় গেছেন বলে তথ্য-প্রমাণও আছে। আনারকে সঞ্জিবা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে নিতে শিলাস্তিকে ব্যবহার করেছিলেন শাহিন।

আনার হত্যায় জড়িত থাকার অভিযোগে ভারতে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে জিহাদ হাওলাদার নামে এক বাংলাদেশিকে। সিয়াম নামের আরেক আসামিকে নেপালে আটক করা হয়েছে বলে সংবাদ পেয়ে সেখানে গেছেন ঢাকার তদন্তকারী টিমের কর্মকর্তারা।

আসামিদের আর্থিক লেনদেন জানতে চায় ডিবি

আনার হত্যার ‘হোতা’ আক্তারুজ্জামান শাহীনসহ ১০ জনের ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য সরবরাহ করার আদেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সোমবার এই আদেশ দেন।

মামলার তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ এ আবেদন করেছিল। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এসব ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য আদালতের নির্দেশে সরবরাহ করবে।

ডিবি যেসব ব্যক্তিদের লেনদেনের তথ্য জানতে চেয়েছে, তারা হলেন- আক্তারুজ্জামান শাহিন, শিমুল ভুঁইয়া, তানভীর ভুঁইয়া, শিলাস্তি রহমান, সিয়াম হোসেন, মোস্তাফিজুর রহমান, ফয়সাল আলী সাজি, তাজ মোহাম্মদ খান ওরফে হাজী, চেলসি চেরি ওরফে আরিয়া ও জামাল হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত