শুধু মাত্র কম্বিনেশনটাই কাল হলো শরিফুল ইসলামের জন্য। নয়তো অনায়াসে চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকতে পারতেন। তবে দলে না থাকলেও মন খারাপ নেই এই পেসারের। ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশ দলকে।
নিজের ফেইসবুক পেজে লিখেছেন, “বাংলাদেশ দলের জন্য রইল অসংখ্য শুভকামনা।”
চ্যাম্পিয়নস ট্রফিতে কন্ডিশনের কারণেই একাদশে তিন পেসার খেলাতে হবে। পাকিস্তানের কন্ডিশনে স্পিনারদের সুযোগ কম, ধীর গতির বোলারদের চেয়ে পেসাররাই যা একটু সুবিধা পেয়ে থাকেন। একই অবস্থা দুবাই স্টেডিয়ামের বেলাতেও।
স্পিনারদের তুলনায় এই স্টেডিয়ামগুলোতে পেসাররা সুবিধা পেয়ে থাকেন বেশি। আবার দলে মোস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েজ হয়ে থাকায় বাঁহাতি পেসার হিসেবে শরিফুল পিছিয়ে পড়েছেন। ওদিকে ডান হাতি তিন পেসারই ফর্মে আছেন।
শীর্ষ পছন্দ হিসেবে তাসকিন আহমেদ অটোমেটিক চয়েজ। গত কিছুদিনে ফরম্যাট ভেদে তানজিম হাসান সাকিবের বোলিং পারফরম্যান্স এই পেসারকে এগিয়ে দিয়েছে। আর গতির ঝড় তোলা নাহিদ রানাকে এই মুহুর্তে আইসিসি আসরে বসানোর সুযোগ নেই।
তাই বিপিএলে ভালো করেও দলে সুযোগ হয়নি শরিফুল ইসলামের। একই অবস্থা হাসান মাহমুদের বেলাতেও।
চ্যাম্পিয়নস ট্রফির জন্য আজ রাত এমিরেটস এয়ারওয়েজের ইকে ৫৮৫ নম্বর বিমানে রাত ১টায় দুবাইর উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। বিসিবি একাডেমিতে থাকা তানজিম সাকিব, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, তাওহিদ হৃদয়রা একসঙ্গে বিসিবির গাড়ীতে করে বিমানবন্দরে পৌঁছবেন রাত ১০টা নাগাদ।
দলের সিনিয়র সদস্য ও ঢাকায় থাকা ক্রিকেটাররা নিজেদের মতো করে বিমান বন্দরে পৌঁছবেন নির্ধারিত সময়ে। তিনদিনের অনুশীলনের পর দুবাইতে পাকিস্তান “এ” দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
১৯ ফেব্রুয়ারী করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের। দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারী দুবাইতে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।