এই অগাস্টের মাঝামাঝি ‘স্ত্রী’ সিনেমার সিকুয়েল আসছে প্রেক্ষাগৃহে – এ খবর এরমধ্যে চাউড় হয়ে গেছে। ইউটিউবে চলে এসেছে এই হিন্দি সিনেমার টিজার এবং ট্রেইলারও। তামান্না ভাটিয়ার উদ্দাম নাচে ‘আজ কি রাত’ গানটিও বেশ চর্চায় আছে।
হরর-কমেডি অর্থাৎ ভয় ও হাস্যরস মেশানো ‘স্ত্রী’ সিনেমাটি রিলিজ হয়েছিল ২০১৮ সালে। রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের সঙ্গে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী। ২৫ কোটি রুপি বাজেটের ওই সিনেমা বক্স অফিসে অনায়াসে ১৮০ কোটি রুপি কামিয়ে নেয় তখন।
প্রথম পর্বে সিনেমা যেভাবে শেষ হয়েছিল তাতে দর্শকের বুঝতে বেগ পেতে হয়নি এর একটা সিকুয়েল আসবে কখনও না কখনও। ছয় বছর ছুঁতে না ছুঁতেই শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী এবং আরও বাকি পুরনো মুখদের নিয়েই আসছে ‘স্ত্রী’ সিকুয়েল।
গতবারের শ্রদ্ধা কাপুরের রহস্যময় চরিত্রের সঙ্গে তার পোশাক এবারও ধরে রাখতে চেয়েছেন পরিচালক অমর কৌশিক। কিন্তু গোডাউনে পুরনো পোশাক আর খুঁজে পাওয়া যায়নি।
এতে অবশ্য দমে যাননি সিনেমার কসটিউম ডিজাইনার শীতল শর্মা।
টাইমস অব ইন্ডিয়ার কাছে তিনি বলেন, “ধারাবাহিকতা রক্ষা করতে কিছু কিছু পোশাকের পুনরাবৃত্তি করা জরুরি ছিল এই সিকুয়েলে। কিন্তু গোডাউনে গিয়ে আমরা আগের পোশাকগুলো আর পাইনি।
“আর তাই শুটিং শুরু হওয়ার আগে সবকিছু নতুন করেই বানাতে হয়েছে। ঠিক আগের পোশাকের মতো করে নতুন করে বানানো অবশ্য কঠিন ছিল। আমরা একেবারে শুরু থেকেই শুরু করি সব। নতুন করে কাপড়ে প্রিন্ট, ডাই করতে হয়েছে; যেন আগের সিনেমার পোশাকের সঙ্গে মিলে যায়।”
‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘অ্যানিমেল’ সিনেমারও কসটিউম ডিজাইন করেছিলেন শীতল।
শ্রদ্ধা কাপুরের পোশাক বানানোর ঝক্কি নিয়ে তিনি বলেন, “সিনেমায় সময়ের পরিবর্তন আসেনি। ওই চান্দেরি শহরও একই আছে। শ্রদ্ধা কাপুরের চরিত্র আরও শক্তিশালী হয়েছে।
“এ কারণেই আমরা চেষ্টা করেছি পোশাক আগের মতো রাখতে। আমার মনে হয়, আমরা তা করতেও পেরেছি। শুধুমাত্র যদি কেউ আতস কাঁচের তলায় রেখে পরীক্ষা করে তাহলেই ফাঁকগুলো ধরতে পারবে।”
“কারণ এখন কিছু ফেব্রিক আর পাওয়া সম্ভব নয়। তাই নতুন করে সেলাই কাজ করানো হয়েছে। এই কাজটা আসলেও রীতিমতো পাগলামি ছিল।”