কাতার সরকারের ভিসা নীতির কারণে বাংলাদেশিদের সে দেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই ভিসা নীতির গ্যাড়াকলে পড়ে এশিয়ান ট্যুর গলফে অংশ নেওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়ে সিদ্দিকুর রহমানের। বুধবার থেকে দোহায় শুরু হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল সিরিজ কাতার। সিদ্দিকুরের জন্য সুসংবাদ, প্রায় ৩০ কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলতে পারবেন।
গত অক্টোবরে ম্যাকাওয়ে খেলেছেন এসজিএম ম্যাকাও ওপেন। ওই টুর্নামেন্ট চলাকালীন সময়েই কাতারের এই প্রতিযোগিতায় নাম নিবন্ধনের জন্য আবেদন করেছিলেন। কিন্তু কাতার সরকারের ইমিগ্রেশন বিভাগ থেকে তাকে জানানো হয়েছিল বাংলাদেশে যোগাযোগ করতে।
ওই নির্দেশনা পেয়ে বাংলাদেশের পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করেন সিদ্দিকুর। কিন্তু সেখান থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় এক পর্যায়ে হতাশ হয়ে পড়েন। কিন্তু শেষ পর্যন্ত সিদ্দিকুরকে সহযোগিতা করতে হাত বাড়িয়ে দেয় কাতার ক্রীড়া মন্ত্রণালয়। অবশেষে কাতার সরকারের বিশেষ সহযোগিতায় দোহায় গলফ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে দোহা থেকে টেলিফোনে সকাল সন্ধ্যাকে তিনি বলেন, “আমি কাতারের ভিসা পেয়েছি। শেষ মুহূর্তে কাতারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাকে একটি লিঙ্ক পাঠিয়েছিল ভিসা ফরম পূরণের। এটা পূরণ করার পর আমাকে বিশেষ বিবেচনায় কাতারের ভিসা দেওয়া হয়েছে। আশা করি আগামীকাল থেকে আমি এই টুর্নামেন্টে খেলতে পারব।”
বড় বাজেটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বিশ্বের বড় মাপের সব গলফার। অর্ডার অব মেরিটের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন কাটলিন যেমন রয়েছেন, তেমনি আছেন কানাডার রিচার্ড লি, ইংলিশ গলফার স্যাম হর্সফিল্ড, নিউজিল্যান্ডের বেন ক্যাম্পবেল, দক্ষিণ আফ্রিকার লুইস ওসথুইজেন।
এদের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সেরাটা খেলার চেষ্টা করবেন সিদ্দিকুর, “আশা করি নিজের সেরাটা দিয়ে খেলব এখানে। কোনও চাপ নয় বরং গলফটা উপভোগ করতে চাই এখন।”
বর্তমানে ৩০৩০.০৬ পয়েন্ট নিয়ে অর্ডার অব মেরিটের শীর্ষে রয়েছেন কাটলিন। ১২৪৫.৮১ পয়েন্ট নিয়ে তার কাঁধে নিঃশ্বাস ফেলছেন রিচার্ড লি।
এই সপ্তাহে এশিয়ান ট্যুরের চ্যাম্পিয়ন গলফারের নামের পাশে যোগ হবে ৭৮৭.৫ পয়েন্ট। যেখানে দ্বিতীয় স্থানে থাকা গলফার পাবেন ৪২৭.৫ পয়েন্ট।
কাটলিন দোহায় চ্যাম্পিয়ন হতে মুখিয়ে রয়েছেন। এশিয়ান ট্যুর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা জেতা আমার জন্য অনেক বড় কিছুই হবে। কারণ এখান থেকেই আমার খ্যাতির শুরুটা হয়েছিল।”
ছয় বারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন এরপর যোগ করেন, “এই বছরটা আমার জন্য বিশেষ কিছু। অনেক কিছু করেছি এই বছরে। আমাকে আরও দুই সপ্তাহ এমন খেলতে হবে। এবং আশা করি আরও ভালো কিছু করতে পারব। জিততে পারব এশিয়ান ট্যুর ও ইন্টারন্যাশনাল সিরিজ দুটোই।”