বিয়ে করেছেন রিয়েলিটি শো ক্ষুদে গানরাজ দিয়ে পরিচিতি পাওয়া গায়িকা সাবরিনা পড়শী।
যুক্তরাষ্ট্রপ্রবাসী হামিম নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এক বছর আগেই, তবে তা প্রকাশ্যে এলো রোববার।
“তাদের বিয়েটা আগেই হয়েছে। বলা যায়, এক বছর হলো। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না,” রোববার দুপুরে পড়শীর ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে বলেন।
এরপর সন্ধ্যা ৬টায় নিজের ফেইসবুক পেইজে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই কণ্ঠশিল্পী।
“ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই অনেক সাংবাদিকরা জানতে চাচ্ছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে বিষয়টি শেয়ার করছি।
“আমার জীবনসঙ্গীর নাম নিলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে,” ফেইসবুক পোস্টে বলেন তিনি।
নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন ২০১০ সাল থেকে। পড়শী জানালেন দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় গত বছর ৪ মার্চ যখন কিছুদিনের জন্য দেশে এসেছিলেন নিলয়।
“যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে,” তিনি বলেন।
বিয়ের খবরটা আগেই ছড়িয়ে পড়াতে ‘কিছুটা বিব্রত, তবে আনন্দিতও’ জানিয়ে তিনি বলেন খুব শিগগিরই নিলয়ের বাংলাদেশে আসার কথা আর তখন বিয়ের আনুষ্ঠানিক আয়োজন করতে চান তারা।
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পড়শী। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন ।
গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই আলোচিত হয়।
গত ঈদেও অভিনেতা জোভানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভালোবাসা নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এই গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মত ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনীত নাটকগুলো।
সিনেমাও দেখা গেছে পড়শীকে। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি এই গায়িকাকে।
এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। আসছে ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।