Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সিরাজ ও হেডের ঝগড়া, শাস্তি দিল আইসিসি

অ্যাডিলেড টেস্টে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজ। ছবি: এক্স
অ্যাডিলেড টেস্টে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ট্রাভিস হেড ও মোহাম্মদ সিরাজ। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

অ্যাডিলেড টেস্টে বিবাদে জড়িয়েছিলেন ভারতের মোহাম্মদ সিরাজ ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এ ঘটনায় দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। সিরাজকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। অন্যদিকে হেডকে শুধু তিরস্কার করেই ছেড়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তবে দুজনের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট জমা হয়েছে।

বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে অস্ট্রেলিয়া। এই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৮২তম ওভারে বিবাদে জড়িয়েছিলেন সিরাজ-হেড। অস্ট্রেলিয়ান ব্যাটারকে বোল্ড করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন সিরাজ। হেডকে অস্ট্রেলিয়ার প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন ভারতীয় পেসার। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, ওই সময় হেড গালিগালাজ করেছিলেন সিরাজকে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দুই ফিল্ড আম্পায়ার ক্রিস গাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ এবং টিভি আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও চতুর্থ আম্পায়ার ফিলিপ গিলেস্পি। এই অভিযোগে ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি সিরাজ ও হেড মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে আইসিসি।

প্রথম ইনিংসে ১৪১ বলে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন হেড। তার ওই ইনিংসটাই অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে ১০ উইকেটের বড় জয়। হেড পরে জানিয়েছিলেন, বোল্ড হওয়ার পর তিনি মজা করে সিরাজকে বলেছিলেন ‘ভালো বল’। এরপর সিরাজের আচরণের পাল্টা জবাব দিয়েছিলেন বলে দাবি হেডের।

তবে সিরাজ জানিয়েছেন অন্য কথা। ভারতীয় পেসারের দাবি, মিথ্যা কথা বলেছেন হেড। অস্ট্রেলিয়ান ব্যাটার প্রথমে গালিগালাজ করার কারণেই তিনি মেজাজ হারান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত