চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকার শাহবাগে অবস্থান নেওয়া ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছবি হারুন-অর-রশীদ
স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণাসহ ছয় দফা দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। ছবি : হারুন-অর-রশীদ। এরপর তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। ছবি : হারুন-অর-রশীদপ্রেসক্লাব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। ছবি : হারুন-অর-রশীদরবিবার দুপুর পৌনে একটার দিকে শাহবাগ থানার সামনে এসব ঘটনা ঘটে। ছবি : হারুন-অর-রশীদএ সময় পুলিশকে লাঠিপেটা করতেও দেখা যায়। তাতে আহত হন এক নারীসহ ছয়জন। ছবি : হারুন-অর-রশীদআহতদের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ছবি : হারুন-অর-রশীদএরপর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে–ছিটিয়ে পড়েন আন্দোলনকারীরা। ছবি : হারুন-অর-রশীদ