খ্রিস্টীয় নতুন বছর উদযাপনকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে জনবহুল সড়কে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫। বেড়েছে আহতের সংখ্যাও। বলা হচ্ছে, এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন ব্যক্তি জখম হন।
পুলিশের গুলিতে ঘটনার পরপরই প্রাণ হারানো হামলাকারীর পরিচয় এরই মধ্যে জেনেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক সদস্য ৪২ বছর বয়সী হামলাকারীর নাম শামসুদ-দিন-জব্বার। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, থাকতেন টেক্সাসে।
নববর্ষ উদযাপনের সময় রাত সোয়া ৩টার দিকে যে ট্রাক চালিয়ে তিনি মানুষ চাপা দিয়েছেন, তাতে ইসলামিক স্টেটের (আইএস) পতাকা পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী সংগঠনকে দৃশ্যপটে ফিরিয়ে আনছে।
এফবিআইয়ের ভাষ্য, নিউ অরলিন্সের বারবান স্ট্রিটে হামলার কয়েক ঘণ্টা আগে সোশাল মিডিয়ায় কয়েকটি ভিডিও প্রকাশ করেন জব্বার। তা থেকে ইঙ্গিত পাওয়া যায়, তিনি আইএসের রাজনৈতিক মতাদর্শে অনুপ্রাণিত ছিলেন এবং তার খুন করার ইচ্ছা ছিল।
হামলাকারী সম্পর্কে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে মানবসম্পদ, আইটিসহ অন্যান্য বিভাগে কাজ করেন জব্বার। ২০০৯-২০১০ সাল পর্যন্ত আফগানিস্তানে ন্যাটোর হয়ে কাজ করেন তিনি।
২০১৫ সালে সেনাবাহিনী ছাড়ার পর ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জর্জ স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইনফরমেশন সিস্টেমসে স্নাতক করেন তিনি। পরে রিয়াল এস্টেট এজেন্ট হিসাবে কাজ শুরু করেন।
জব্বার বিয়ে করেন দুবার। ২০১২ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে আবার বিয়ে করেন। ২০২২ সালে সেই সম্পর্কেরও ইতি ঘটে।
জব্বারের নামে ট্রাফিক আইন ভঙ্গ ও চুরির অভিযোগে মামলা ছিল।
এদিকে, ঘটনার পরপরই এফবিআই কর্মকর্তা আলেথিয়া ডানকান সংবাদ সম্মেলনে বলেন, হামলার ঘটনায় জব্বার একা ছিলেন, এমনটা তারা মনে করছেন না।
পরে একই কথা বলেন লুইজিয়ানা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল লিজ মুরিল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি নিশ্চিত একজন নয়, বরং বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে জড়িত।”
হামলাকারীর গাড়ি থেকে একটি বন্দুক ও এআর ধরনের রাইফেল উদ্ধার করা হয়েছে জানিয়ে এফবিআই বলে, এসব অস্ত্রের পাশে সম্ভাব্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসও (আইইডি) পাওয়া যায়।
ঘটনা সম্পর্কে নিউ অরলিন্সের পুলিশ প্রধান অ্যান কার্কপ্যাট্রিক সাংবাদিকদের বলেন, “ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে যতজনকে সম্ভব পিষে মেরে ফেলতে চেয়েছিলেন হামলাকারী। ধ্বংসযজ্ঞ চালাতে উন্মত্ত ছিলেন তিনি।”
জিমি কথরান নামে এক প্রত্যক্ষদর্শী এনবিসি নিউজকে বলেন, বারবান স্ট্রিটে ভিড়ের মধ্যে ঘণ্টায় ৭০ মাইল বেগে গাড়ি চালান হামলাকারী। ওই সড়কে থাকা ব্যারিকেডগুলো গাড়িটি থামানোর জন্য যথেষ্ট ছিল না।
সোশাল মিডিয়ায় প্রকাশিত হামলাকারীর অন্যান্য ভিডিও দেখে সংশ্লিষ্টরা ধারণা করছেন, ঘটনার দিন রাতে ট্রাক চালানোর সময় সেগুলো রেকর্ড করা হয়েছিল।
তদন্ত কর্মকর্তারা জানান, ভিডিওগুলোতে জব্বার তার পরিবারকে হত্যার পরিকল্পনার কথা জানান। পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশে কীভাবে তিনি তাদের এক অনুষ্ঠানে জড়ো করেছিলেন, তা তুলে ধরেন।
পরে সেই পরিকল্পনা বাদ দিয়ে তিনি আইএসে যোগ দেন। সন্ত্রাসী সংগঠনটিতে যোগদানে তার দীর্ঘদিন ধরে লালিত স্বপ্ন তাকে প্রেরণা জুগিয়েছিল, সে কথাও ভিডিওতে উল্লেখ করেন জব্বার।