ব্যান্ডের জন্ম লগ্ন ২০১১ সাল থেকেই নিজেদের গানে শব্দ এবং সুরে সেই প্রার্থনার মতো মগ্নতার পরিবেশ তৈরির চেষ্টা করে এসেছে সহজিয়া ব্যান্ড। তাদের দু’টো অ্যালবাম ‘রং মিস্ত্রি’ এবং ‘ঘোড়া’সহ প্রকাশিত আরও কিছু একক গান মিলিয়ে ব্যান্ডের মোট গান সংখ্যা ২০-টিরও বেশি।
গত একযুগে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আয়োজক সংগঠন ও প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম সহজিয়া ব্যান্ড তাদের একক কনসার্ট ‘ধ্যান’ নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে।
১০ জানুয়ারি ঢাকার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে সন্ধ্যায় এই কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যান্ডের সদস্যরা।
ব্যান্ডের ভোকাল রাজু বলেন, “যারা সহজিয়া ব্যান্ডকে পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে চায় তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। প্রকাশিত প্রায় সবগুলো গানই এই কনসার্টে ব্যান্ড পারফর্ম করবে। অন্যান্য কনসার্টগুলোয় সব গান একসঙ্গে করবার সুযোগ হয়ে ওঠে না। ‘ধ্যান’ শিরোনামের এই কনসার্টে নিজেদের মিউজিকাল জার্নির যে আধ্যাত্মিক অনুভূতি সেটাকেই শ্রোতাদের সাথে ভাগ করে নিতে চাচ্ছে ব্যান্ড।”
শুধু তাই নয়, কনসার্টের দিন সহজিয়ার নতুন একটি গান ‘অভিনয়’ প্রকাশ হতে যাচ্ছে। কনসার্টের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে গত কয়েকছর ধরে বেশ কয়েকটি ব্যান্ডের একক কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্টহোলিক’।
এছাড়া মার্চেন্টডাইজ পার্টনার হিসেবে থাকছে হেভি মেটাল টি-শার্ট। এবং অনলাইন পার্টনার হিসেবে থাকছে ‘ইয়ার্কি’। টিকেট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা, হেভি মেটাল টি-শার্ট এর ঢাকার সবগুলো শাখায়।