Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সময় টিভির সম্প্রচার ৭ দিন বন্ধ রাখার আদেশ

somoy
[publishpress_authors_box]

সময় টিভির সম্প্রচার সাত দিন বন্ধ রাখার আদেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয় বলে সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা খান।

দেশে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে বেসরকারি টেলিভিশন চ্যানেলটির অভ্যন্তরীণ বিবাদ নিরসনের লক্ষ্যে রবিবার সাত দিনের জন্য সম্প্রচার বন্ধ চেয়ে রিট আবেদনটি করে সময় মিডিয়া লিমিটেড।     

আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট ফারজানা খান। সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ জোবায়েরের পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। 

শুনানি শেষে আইনজীবী ফারজানা খান সকাল সন্ধ্যাকে বলেন, “সময় টিভির স্টেকহোল্ডাররা চাইছেন, কিছু দিনের জন্য সম্প্রচার বন্ধ রাখতে। কারণ টিভি স্টেশনের ভেতরে আন্দোলন চলছে। এটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দুটো পক্ষ হয়ে গেছে।

“একপক্ষ সময় টিভির এমডি ও সিইও আহমেদ জোবায়েরের পদত্যাগ চাইছে। তাছাড়া বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিও চাইছে, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কিছু দিনের জন্য সম্প্রচার বন্ধ থাকুক।

“এর পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের জন্য সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করে সময় মিডিয়া লিমিটেড। সাত দিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে মনে করছি কি না- শুনানিতে আদালতের এই প্রশ্নের জবাবে আমরা বলেছি, এ সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আমাদের ধারণা। আদালত তখন সাত দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে নির্দেশ দেয়।”

৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সময় টিভিসহ বেশ কয়েকটি বেসরকারি মিডিয়া কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।

এতে সাময়িক সময়ের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে তা চালু হলেও দেখা দেয় অভ্যন্তরীণ সঙ্কট, যা আদালত পর্যন্ত গড়ায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত