রেকর্ড পরিচালন মুনাফা করায় এবার আটটি ইনসেনটিভ বোনাস বা উৎসাহ বোনাসের প্রত্যাশা করছেন রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের কর্মীরা।
এ লক্ষ্যে ব্যাংকটির কর্মকর্তাদের পক্ষ থেকে বৃহষ্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের কাছে একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির নেতারা।
চিঠিতে বলা হয়, “২০২৪ সালের ফ্যাসিবাদ এবং তৎপরবর্তী নানা প্রতিকূল পরিবেশেও শুধুমাত্র কর্মকর্তা-কর্মচারীদের একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফলেই সোনালী ব্যাংক রেকর্ড পরিমাণ পরিচালন মুনাফা অর্জন করেছে।
ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধির জন্য ২০২৪ সালে অর্জিত মুনাফা হতে ৮টি ইনসেনটিভ বোনাসের সমপরিমাণ অর্থ প্রভিশন সংরক্ষণ রাখা প্রয়োজন।”
ওই চিঠিতে সোনালী ব্যাংকের এমডিকে ৮টি ইনসেনটিভ বোনাসের সমপরিমাণ অর্থ প্রভিশন সংরক্ষণ রাখার প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য জিয়া পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
চিঠিতে স্বাক্ষর করেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এস এম আবুল বাশার।
যোগাযোগ করা হলে এস এম আবুল বাশার সকাল সন্ধ্যাকে বলেন, “২০২৩ সালের পরিচালন মুনাফা থেকে আমাদের ৬টি ইনসেনটিভ বোনাসের দাবি ছিল। গত জুলাই মাসে এ জন্য তৎকালীন এমডি আফজাল করিমের কাছে এ সংক্রান্ত দাবি জানানো হয়। গত ৭ আগস্ট ৫টি ইনসেন্টিভ বোনাস অনুমোদন করে পরিচালনা পর্ষদ।”
জিয়া পরিষদের এই নেতা বলেন, “এবার ভালো মুনাফা হওয়ায় আমরা ৮টি ইনসেনটিভ বোনাস পাওয়ার আশা করছি। এ জন্য এখনই প্রয়োজনীয় অর্থ পরিচালন মুনাফা থেকে সংরক্ষণের জন্য ব্যাংকের এমডিকে অনুরোধ জানানো হয়েছে।”
ক্ষমতার পালাবদলের পর গত ২০ সেপ্টেম্বর ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে এক দিনে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিমসহ রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের এমডিকে অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
আফজাল করিমের বিদায়ের পর গত ৩০ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন শওকত আলী খান। তিন বছরের জন্য তাকে নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সোনালী ব্যাংকে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিদায়ী ২০২৪ সালে রেকর্ড পাঁচ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছেন বলে বৃহষ্পতিবার সাংবাদিকদের জানান নতুন এমডি। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল তিন হাজার ৮৪৬ কোটি টাকা।
এ হিসাবে আগের বছরের তুলনায় ২০২৪ সালে পরিচালন মুনাফা এক হাজার ৭৮৮ কোটি টাকা বেড়েছে সবচেয়ে বড় এই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের।
ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে মতবিনিময়কালে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান বলেন, ২০২৪ সালে সোনালী ব্যাংকের প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ও কর-পরবর্তী নিট মুনাফা হতে পারে এক হাজার ৪২৫ কোটি টাকা। আগের বছর হয়েছিল ৪৭৬ কোটি টাকা।
এ হিসাবে আলোচিত বছরে সোনালী ব্যাংকের নিট মুনাফা বাড়তে পারে ৯৪৯ কোটি টাকা।