বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এক দিনের বেতনের সমপরিমাণ টাকা দেবেন সোনালী ব্যাংকের কর্মীরা।
রবিবার ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সোনালী ব্যাংক পিএলসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রবিবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আফজাল করিম। এসময় ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা করা হবে বলে জানিয়েছে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগ।
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দুর্যোগ মন্ত্রণালয়ের শনিবারের তথ্য অনুযায়ী, বন্যায় ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি পরিবারের প্রায় ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।