Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

রেকর্ড ৫,৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা সোনালী ব্যাংকের

Sonali Bank Meeting
[publishpress_authors_box]

২০২৪ সালে রেকর্ড ৫ হাজার ৬৩৪ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে সোনালী ব্যাংক। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল তিন হাজার ৮৪৬ কোটি টাকা।

এ হিসাবে ২০২৪ সালে আগের বছরের তুলনায় পরিচালন মুনাফা এক হাজার ৭৮৮ কোটি টাকা বেড়েছে সবচেয়ে বড় এই রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শওকত আলী খান।

তিনি বলেন, ২০২৪ সাল শেষে ব্যাংকের নিট ইন্টারেস্ট ইনকামের পরিমাণ বেড়ে এক হাজার ৪২৫ কোটি টাকা হয়েছে, যা গত বছরের চেয়ে ৯৪৯ কোটি টাকা বেশি। ২০২৩ সাল শেষে নিট ইন্টারেস্ট ইনকাম ছিল ৪৭৬ কোটি টাকা।

সোনালী ব্যাংক এমডি জানান, ব্যাংকটির ২০২৩ সালের তুলনায় শ্রেণিকৃত ঋণ ৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। বিতরণ করা ঋণের পরিমাণ কমেছে এক হাজার ৬২৪ কোটি টাকা।

তিনি বলেন, ২০২৪ সালে সোনালী ব্যাংকের প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) ও কর-পরবর্তী নিট মুনাফা হতে পারে এক হাজার ৪২৫ কোটি টাকা। আগের বছর হয়েছিল ৪৭৬ কোটি টাকা।

এ হিসাবে আলোচিত বছরে সোনালী ব্যাংকের নিট মুনাফা বাড়তে পারে ৯৪৯ কোটি টাকা। তবে এই হিসাব চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলার সুযোগ নেই বলে জানান ব্যাংকটির এমডি।

তিনি বলেন, ব্যাংকটি রেকর্ড মুনাফার পাশাপাশি আমানতের পরিমাণ বেড়েছে ১৪ হাজার ৩৪২ কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটির আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ৯৬০ কোটি টাকা।

২০২৪ সালে সোনালী ব্যাংকের আগের বছরের তুলনায় খেলাপি ঋণ কিছুটা বেড়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির এই হার ৩ দশমিক ৬৬ শতাংশ। আগের বছরের চেয়ে এক হাজার ৬৪ কোটি টাকা ঋণ বিতরণ কমেছে ব্যাংকটির।

এক প্রশ্নের জবাবে ব্যাংকের এমডি বলেন, হলমার্ক গ্রুপ ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পত্তি মটগেজ দিয়েছিল তার অতিরিক্ত ১৬৭ একর জমি নতুন করে সংযুক্ত করা হয়েছে।

এ বছরের স্লোগান ‘২০২৫ সাল হবে সোনালী ব্যাংকের সমৃদ্ধির পথে চলার বছর’ উল্লেখ করে তিনি বলেন, “কর্মীরাই ব্যাংকের প্রাণ। তাদের উৎসাহ যোগাতে আমরা উল্লেখযোগ্য কর্মীদের পদোন্নতি দিয়েছি। তারা ভালো থাকলে ব্যাংক আরও ভালো করবে। অনেকেই ৭-৮ বছর পর পদোন্নতি পেলেন। তাদের মধ্যে হতাশা কাজ করছিল।”

খেলাপী ঋণ আদায় বিষয়ক এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংক এমডি শওকত আলী খান বলেন, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে আমরা খেলাপী ঋণ কমাতে কাজ করছি। উৎপাদনশীল খাতে ঋণ দিতে আমরা সিএমএসএমই ঋণে জোর দিয়েছি।”

২০২৪ সালে রেকর্ড মুনাফার কারণে প্রভিশন ঘাটতি কমে আসবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত