তীব্র তাপদাহে যখন জীবন অস্থির, তখন সোনারঙা সোনালু দেখে স্বস্তি পাচ্ছে পথচলতি মানুষের চোখ। ছবি : সকাল সন্ধ্যাগাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা হলদে রঙের সোনালু ছায়াও দেয় পথচারীদের। ছবি : সকাল সন্ধ্যাপ্রকৃতি প্রাণ পেলে, পশু-পাখির আনাগোনা বেড়ে যায়। তখন ক্যামেরায় ধরা পড়ে সোনালু গাছের ওপর দিয়ে উড়ে চলা একটি শালিক। ছবি : সকাল সন্ধ্যাঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা হয় সোনালু ফুলের এসব দৃশ্য। ছবি : সকাল সন্ধ্যা