Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

নগরে সোনারঙা সোনালু

এখন সময় সোনালু ফুলের। পথের ধারে ফুটে থাকা অপরূপ সোনালু মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে।
এখন সময় সোনালু ফুলের। পথের ধারে ফুটে থাকা অপরূপ সোনালু মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
তীব্র তাপদাহে যখন জীবন অস্থির, তখন সোনারঙা সোনালু দেখে স্বস্তি পাচ্ছে পথচলতি মানুষের চোখ। ছবি : সকাল সন্ধ্যা
গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা হলদে রঙের সোনালু ছায়াও দেয় পথচারীদের। ছবি : সকাল সন্ধ্যা
প্রকৃতি প্রাণ পেলে, পশু-পাখির আনাগোনা বেড়ে যায়। তখন ক্যামেরায় ধরা পড়ে সোনালু গাছের ওপর দিয়ে উড়ে চলা একটি শালিক। ছবি : সকাল সন্ধ্যা
ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা হয় সোনালু ফুলের এসব দৃশ্য। ছবি : সকাল সন্ধ্যা

আরও পড়ুন